ভারতীয় দলে তিনটি ভিন্ন ফর্ম্যাটে তিনজন ক্যাপ্টেন। গৌতম গম্ভীর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সব ফরম্যাটে একজন ক্যাপ্টেন হলেই ভাল। তাতে দল চালাতে সুবিধে হয়। যদিও ঠাসা সূচির কারণে তা হয় না। এ ব্যাপারে ফিঞ্চ যদিও মনে করেন, 'এটা কোনও সমস্যার নয়, আমার অন্তত মনে হয় না। গৌতম তিন ফর্ম্যাটেরই কোচ। তাই তার নেতৃত্ব সেই অধিনায়কদের মধ্যেও ছড়িয়ে পড়বে। তাই কোনও সমস্যা নেই। আমার মনে হয় মাঝে মাঝে ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর থাকা, ভিন্ন ভিন্ন দক্ষতা থাকা এবং মাঠে ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকা ভালো। তাই আগামী কয়েক বছর ধরে এই পরিবর্তনগুলি কীভাবে ঘটে তা দেখাও খুব ইন্টারেস্টিং হবে।'