Advertisement

ICC World Cup 2023 India vs Pakistan: সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! কীভাবে সম্ভব?

সেমিফাইনালের লড়াইয়ে প্রবলভাবে রয়েছে পাকিস্তান। ভারত আগেই শেষ চারে কোয়ালিফাই করে গিয়েছে। এখন বাকি রয়েছে শেষ দু'টি জায়গা। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তিন নম্বর হিসেবে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। চার নম্বর দল কারা হবে? তা নিয়েই যাবতীয় জল্পনা। পাকিস্তানের পাশাপাশি শেষ চারে যাওয়ার লড়াইয়ে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি নিউজিল্যান্ড জিতে যায়, তা হলে নেট রানরেট নিয়ে প্রশ্ন আসবে। ফলে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে পারে তা হলে, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান।

Advertisement
POST A COMMENT