ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গে নিয়ে আসেন রোহিত শর্মা। ততক্ষণে রটে গিয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার অবসর নিচ্ছেন। আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল কয়েক মুহূর্তেই। ক্যাপ্টেনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে অশ্বিন জানিয়ে দিলেন, 'ভারতীয় দলের জার্সিতে এটাই আমার শেষ দিন।' তবে রোহিত জানালেন আগেই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। আটকে দেন তিনি।