Advertisement

Icc World Cup 2023 Bashir Chacha: ভারতে পাকিস্তানের পতাকা দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন, বসির চাচা এখন কোথায়?

কিছুদিন আগে হায়দরাবাদ এয়ারপোর্টে পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছিল। যদিও পরে পাকিস্তানের সুপার ফ্যান বসির চাচা নিজেই তা অস্বীকার করেন। তাঁকে এয়ারপোর্টে কেউ আটক করেনি। এবারের বিশ্বকাপেও তিনি এসেছেন। পাকিস্তানের সমর্থকরা ভিসা না পাওয়ার অভিযোগ করলেও সে ঝক্কি পোয়াতে হয়নি বসির চাচাকে। কারণ তাঁর কাছে আমেরিকার পাসপোর্ট র‍য়েছে। তাই বাবরদের হয়ে গলা ফাটাতে ওয়ার্মআপ ম্যাচ থেকেই হাজির পাকিস্তানের সুপার ফ্যান।

Advertisement
POST A COMMENT