Advertisement

Asia Cup-Team India: গিল-বিভ্রান্তি, থাকলেন ফ্লপ সূর্যই, প্রথম পাঁচে আগের রোগও সারল না! বিশ্লেষণ

সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল। এর আগে কেএল রাহুল রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করলেও দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন রাহুল। তবে সুস্থ হয়ে দলে ফেরত এলেও সহ অধিনায়কের পদ পাচ্ছেন না। উঠে আসছিল কেএল রাহুলের নাম। তবে অজিত আগারকরের নেতৃত্বে নির্বাচকরা সিদ্ধান্ত নেন, এবারের এশিয়া কাপে সহ অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।

Advertisement
POST A COMMENT