Advertisement

Women World Cup: যখন বিশ্বকাপ জিতে 'রাত দখল' করলেন ভারতের মেয়েরা, দেশ দেখল নারীশক্তি! VIDEO

রবিবার রাতের উত্‍সব ফেরাল ১৯৮৩ সালের স্মৃতি। ভারত যে বার প্রথম বিশ্বকাপ জিতেছিল। কপিল দেবের নেতৃত্বে। ৮৩ সালের স্মৃতি অনেক প্রৌঢ় ও বৃদ্ধের মনে থাকলেও, বর্তমানে জেনারেশনের না জানাই স্বাভাবিক। কিন্তু ২০১১ সালের স্মৃতি তো রয়েইছে বহু মানুষের। মহেন্দ্র সিং ধোনির ভারত যখন বিশ্বকাপ জিতল, ঠিক যেভাবে মধ্যরাতে রাস্তায় নেমে পড়েছিল মানুষ, ঠিক একই ভাবে রিচা ঘোষদের বিশ্বকাপ জয়েও সেলিব্রেশন চলল দেশজুড়ে। তিরঙা হাতে নিয়ে আনন্দে মাতল তামাম ভারত। সেই সব ভিডিও রইল।

Advertisement
POST A COMMENT