scorecardresearch
 
ফুটবল

FIFA World Cup 2022 Final: বিশ্বকাপজয়ী বাবাদের উল্লাসে যখন সামিল ছেলে-মেয়েরাও, PHOTOS

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 1/9

ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতল আর্জেন্টিনা (Argentina)। রবিবার রাতে ট্রাইব্রেকারে ফ্রান্সকে (France) ৪-২ গোলে হারিয়েছে মেসিরা।  রবিবার ফাইনালের ম্যাচে লিওনেল মেসি (Lionel Messi) ও অ্যাঞ্জেল দি মারিয়া (Ángel Di María) আর্জেন্তিনাকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচ ২-২ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 2/9

১০৯ মিনিটে লিওনেল মেসি ফের একবার গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন। তবে ১১৮ মিনিটে এমবাপে ফের গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শেষমেশ পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। পেনাল্টি শ্যুট আউটে নায়কোচিত পারফর্ম করেন আর্জেন্তিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অরিলিয়ঁ চাউমেনি ও কিংগসলে কোমানের পেনাল্টি বাঁচান মার্তিনেজ।

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 3/9

৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন আর্জেন্টিনার প্লেয়াররা। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। কেউ কেউ তো চোখের জল ধরে রাখতে পারেননি। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হল। বিশ্বের সেরা ফুটবল প্লেয়ার হিসেবে বিশ্বকাপই এতদিন অধরা ছিল তাঁর কাছে।

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 4/9

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে পিছিয়ে ছিলেন না প্লেয়ারদের পরিবারের সদস্যরা। তাঁরাও আনন্দে মেতে ওঠেন। শিশুদের গায়েও ছিল আর্জেন্টিনার নীল-সাদা জার্সির রঙের জামা

 অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 5/9

মেসিকে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে বসে থাকতে। ছেলের হাতে তখন বিশ্বকাপের ট্রফি।

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 6/9

স্ত্রী সন্তানদের নিয়ে বিশ্বকাপের ট্রফিতে চুম্বন করেন ডি মারিয়া

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 7/9

এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martínez) দেখা যায় সন্তানকে কাঁধে চড়িয়ে ঘুরছেন

 অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 8/9


দলের আরও কয়েকজন প্লেয়ারকে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মাততে দেখা যায়
 

অবশেষে বিশ্বকাপ জয় মেসিদের, বাবাদের খুশিতে সামিল সন্তানরাও
  • 9/9

মার্কোস আকুনাকে দেখা যায় সন্তানদের নিয়ে ছবি তুলতে