ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতল আর্জেন্টিনা (Argentina)। রবিবার রাতে ট্রাইব্রেকারে ফ্রান্সকে (France) ৪-২ গোলে হারিয়েছে মেসিরা।
ম্যাচ শুরুর আগে হয় জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-র সমাপ্তি অনুষ্ঠান। কাতারের লুসাইল স্টেডিয়াম রঙিন হয়ে উঠল। আলোয় আলো সেজে উঠেছিল চারপাশ। একের পর এক তারকাদের বর্ণাঢ্য অনুষ্ঠান।
মঞ্চ মাতান বলিউডি অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। আরেক বলিউড তারকা দীপিকা পাডুকোন (Deepika Padukone) বিশ্বকাপের ট্রফির উন্মোচন করেন। ভারতের দুই ডিভার পারফরম্যান্সে মেতে উঠল স্টেডিয়ামে থাকা দর্শকরা।
সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় কাতার বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ '-এর মধ্যে দিয়ে। কালো পোশাক, কালো স্টকিংসে নোরা ফতেহি যেন বিদ্যুতের ঝিলিক। তাঁর সঙ্গী ছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানাল।
এরপর একের পর এক তারকাদের নজরকাড়া পারফরম্যান্স শুরু হয়। নাচে-গানে, আলোর মেলায় রঙিন হয়ে উঠল স্টেডিয়াম। এককথায় জমজমাট বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান।
স্টেডিয়াম জুড়ে রং বেরঙের আলোতে চোখ ধাঁধিয়ে যায় দর্শকদের। এই আলোর মেলা আলাদা মাত্রা যোগ করে দিয়েছে সমাপ্তি অনুষ্ঠানে।