Advertisement
খেলা

Lionel Messi Mumbai Event: সচিন, সুনীলদের সঙ্গে আড্ডা, খুদেদের সঙ্গে ফুটবল, মুম্বই দেখল অন্য মেসি, সব ছবি রইল

মধুর স্মৃতি হয়ে থাকবে বহুদিন
  • 1/16

কলকাতায় 'কলঙ্কিত' দিন। মুম্বইয়ে ঐতিহাসিক। লিওনেল মেসির ভারত সফর যদি যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থায় স্মরণীয় থাকে, তাহলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা যা ঘটল, তা মধুর স্মৃতি হয়ে থাকবে বহুদিন।

 প্রতিটি মুহূর্ত যেন বাঁধিয়ে রাখার মতো
  • 2/16

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্ব যে লিওনেল মেসিকে দেখল, তিনি প্রাণবন্ত, উচ্ছ্বসিত। মাঠে বল নিয়ে কসরত দেখালেন, ভক্তদের সঙ্গে ছবি তুললেন, সচিন তেন্ডুলকার তাঁর বিশ্বকাপজয়ী ১০ নম্বর জার্সি তুলে দিলেন মেসির হাতে। মেসি আলাপ করলেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর সঙ্গেও। প্রতিটি মুহূর্ত যেন বাঁধিয়ে রাখার মতো।  
 

ভারতের ৪টি শহরে সময় কাটাচ্ছেন মেসি
  • 3/16

ওয়াংখেড়ে স্টেডিয়াম একদম কানায় কানায় পূর্ণ ছিল মেসিকে দেখার জন্য। মেসির সঙ্গে মাঠে ছিলেন সুয়ারেজ ও রডরিগো ডি পল। GOAT India Tour-এ কলকাতা সহ ভারতের ৪টি শহরে সময় কাটাচ্ছেন মেসি। 
 

Advertisement
নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন লিওনেল মেসি
  • 4/16

আজ মেসির ভারত সফরের শেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন লিওনেল মেসি। এছাড়াও সূত্রের খবর, ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি ও মেসির সঙ্গে সাক্ষাত্‍ হতে পারে। 

ওয়াংখেড়েতে মেসি হয়ে উঠলেন ভক্তের ভগবান
  • 5/16

ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে মেসিকে দেখা গেল, তা যেন একেবারে স্বপ্নের মতো। খুদে ফুটবলারদের সঙ্গে ফুটবল খেললেন। স্কিল দেখালেন। ছবি তুললেন। শুধু সেলেব নয়, ওয়াংখেড়েতে মেসি হয়ে উঠলেন ভক্তের ভগবান। 

 ফড়নবীস 'প্রজেক্ট মহা দেবা' লঞ্চ করলেন
  • 6/16

মেসির উপস্থিতিতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস 'প্রজেক্ট মহা দেবা' লঞ্চ করলেন। এই প্রকল্পে দেশের বিভিন্ন রাজ্যের খুদে প্রতিভাবান ফুটবলারদের স্কিল উন্নত করার সুযোগ দেওয়া হবে। তাঁদের নানা রকম সাহায্যকরা হবে, যাতে ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

শুধু 'মেসি...মেসি' চিত্‍কার
  • 7/16

২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেই স্টেডিয়ামে রবিবার শুধু 'মেসি...মেসি' চিত্‍কার। আবার পরক্ষণেই  সচিন সচিন চিত্‍কার। 
 

Advertisement
হাজির হন বিশ্ব ক্রিকেটের আইকন সচিন
  • 8/16

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্টার মিয়ামিতে তাঁর সতীর্থ লুই সুয়ারেজ ও রডরিগো ডি পলকে সঙ্গে নিয়ে ঢোকেন মেসি। কিছুক্ষণের মধ্যেই হাজির হন বিশ্ব ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকার। 
 

 মেসি ও সচিনকে দেখা গেল গল্প করতে
  • 9/16

গোটা স্টেডিয়াম যখন মেসি মেসি করে চিত্‍কার করছে, তখনই সচিনের এন্ট্রি। চিত্‍কার বদলে গেল, সচিন...সচিন। মেসিরা বুঝলেন, সচিনের ডেরায় রয়েছেন তাঁরা। এরপর মেসি ও সচিনকে দেখা গেল গল্প করতে। 
 

সচিনের মনে পড়ল ২০১১ সালের বিশ্বকাপজয়
  • 10/16

সচিনের কথায়, 'এই স্টেডিয়ামে জীবনের সবচেয়ে সোনালি সময় কাটিয়েছি। আপনারা সে দিন পাশে ছিলেন। আজও সেরকমই একটি মুহূর্ত মুম্বই ও ভারতবাসীর কাছে। লিওকে নিয়ে আলাদা আর কী বলব, জীবনের সব শিখর ছুঁয়ে ফেলেছেন। ওঁর ডেডিকেশন ও ফুটবলের প্রতি ভালোবাসাকে আমি সম্মান করি।'
 

 ওয়াংখেড়ে যেন একটুকরো ন্যু ক্যাম্প
  • 11/16

এরপরেই সুয়ারেজের নামে চিত্‍কার শোনা গেল গোটা স্টেডিয়ামে। ওয়াংখেড়ে যেন একটুকরো ন্যু ক্যাম্প হয়ে উঠল মুহূর্তে। 
 

Advertisement
 ফড়নবীসকে আর্জেন্টিনার জার্সি গিফট দিলেন মেসি
  • 12/16

সুনীল ছেত্রী ও দেবেন্দ্র ফড়নবীসকে আর্জেন্টিনার জার্সি গিফট দিলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ৯৪টি গোলের অধিকারী সুনীল ছেত্রীকে নিয়েও ব্যাপক চিত্‍কার তখন স্টেডিয়াজুড়ে। 
 

 মেসির জন্য পাতা হয়েছিল লাল কার্পেট
  • 13/16

মেসি একটি সাদা টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট পরেছিলেন। স্টেডিয়ামে ঢোকার জন্য মেসির জন্য পাতা হয়েছিল লাল কার্পেট। অনুষ্ঠানে বলিউড অভিনেতা অজয় দেবগণ ও টাইগার শ্রফও উপস্থিত ছিলেন।
 

 শট মারলেন স্টেডিয়ামে ভক্তদের উদ্দেশ্যে
  • 14/16

মেসি, সুয়ারেজ ও রডরিগো, তিনজনেই ফুটবলের স্কিল দেখালেন। তারপর শট মারলেন স্টেডিয়ামে ভক্তদের উদ্দেশ্যে।
 

সচিন যে জার্সিটি দিলেন, তাতে ছিল সচিনের অটোগ্রাফও
  • 15/16

ওয়াংখেড়ে ইভেন্টের আগে মুম্বইয়ের ব্রাবোর্ন ক্রিকেটক্লাব পরিদর্শন করেন লিওনেল। মেসিকে তেন্ডুলকার তাঁর ১০ নম্বর জার্সি উপহার দিলেন। মেসিও রিার্ন গিফট দিলেন সচিনকে। সেটি হল, একটি ফুটবল। সচিন যে জার্সিটি দিলেন, তাতে ছিল সচিনের অটোগ্রাফও। 

Advertisement
মেসির হাতে উঠল ভারতের পতাকা
  • 16/16

মুম্বইয়ের মেসি ইভেন্টে ছিলেন সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্কসরকর ও বিজয় মার্চেন্টের মতো প্রাক্তন ক্রিকেট তারকাও। মুম্বইয়ে সেই মুহূর্ত, যখন মেসি ও সচিন একসঙ্গে ভারত ও আর্জেন্টিনার পতাকা ধরলেন। মেসির হাতে উঠল ভারতের পতাকা ও সচিনের হাতে আর্জেন্টিনার পতাকা।
 

Advertisement