scorecardresearch
 

Anwar Ali: রবিবারই শহরে আনোয়ার, সই করাতে কত কোটি খরচ করছে ইস্টবেঙ্গল?

শহরে চলে এলেন আনোয়ার আলি (Anwar Ali)। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে সই করতে রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন তারকা ডিফেন্ডার। তাঁকে স্বাগত জানাতে প্রচুর লাল-হলুদ সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছিল বিমানবন্দর চত্বর। সোমবার তাঁর সই হয়ে যাবে। তবে কত টাকায় এই ডিফেন্ডারকে সই করাল লাল-হলুদ ব্রিগেড তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতুহল রয়েছে।

Advertisement
শহরে আনোয়ার শহরে আনোয়ার

শহরে চলে এলেন আনোয়ার আলি (Anwar Ali)। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে সই করতে রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন তারকা ডিফেন্ডার। তাঁকে স্বাগত জানাতে প্রচুর লাল-হলুদ সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছিল বিমানবন্দর চত্বর। সোমবার তাঁর সই হয়ে যাবে। তবে কত টাকায় এই ডিফেন্ডারকে সই করাল লাল-হলুদ ব্রিগেড তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতুহল রয়েছে।

আনোয়ারকে কত টাকা দেবে ইস্টবেঙ্গল?

আনোয়ারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে ভারতীয় দলের ডিফেন্ডারকে। প্রতি বছরে সাড়ে চার কোটি টাকা দিতে হবে লাল-হলুদ ক্লাবকে। অর্থাৎ পাঁচ বছরে মোট ২২ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করবে ইস্টবেঙ্গল। রবিবার রাত ১০টা ১০ নাগাদ পঞ্জাব এফসি কর্ণধার রঞ্জিত বাজাজের (Ranjit Bajaj) সঙ্গে কলকাতায় আসেন আনোয়ার। বিমানবন্দরেই প্রচুর লাল-হলুদ সমর্থক তাদের আমন্ত্রণ জানান। ভিড়ের চাপে এয়ারপোর্টের অন্য রাস্তা দিয়ে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ১০টা নাগাদ আনোয়ারের মেডিক্যাল হবে যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। মেডিক্যাল রিপোর্ট ঠিকঠাক থাকলে সোমবারই হবে সই। তারপর ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর (East Bengal vs Bhawanipore FC) ম্যাচের প্রথমার্ধে আনোয়ারকে লাল হলুদ জার্সি দিয়ে স্বাগত জানান হবে ইস্টবেঙ্গল ক্লাবে। তার আগে ক্লাবের লাইব্রেরি, জিম, ড্রেসিংরুম ঘুরে দেখবেন আনোয়ার।

আরও পড়ুন

এএফসি কাপের ম্যাচে নামতে পারবেন আনোয়ার?   

২৪ তারিখ আনোয়ারের শাস্তির ব্যাপারে জানাবে এআইএফএফ-এর প্লেয়ার স্টেটাস কমিটি। তার আগেই এএফসি কাপের ম্যাচে আনোয়ারকে খেলিয়ে দিতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ১৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বিতেও তাঁকে খেলাতে চান তাঁরা। তবে আনোয়ারের ফিটনেস কেমন রয়েছে তা অবশ্যই দেখে নেবেন কোচ কার্লেস কুয়াদ্রাত। আসলে ২৪ আগস্টের পর ৪ থেকে ৬ মাসের ব্যানের মুখে পড়তে পারেন এই ডিফেন্ডার। তাই তার আগে অন্তত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে আনোয়ারকে দলে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

Advertisement

TAGS:
Advertisement