Diamond Harbour FC: 'ফাইনালটা জিতে...,' ডুরান্ড ফাইনালের আগে দলকে পেপটক অভিষেকের

অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নেমেই ফাইনালে উঠেছে। শনিবার তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলার এই দল। শুক্রবার ফাইনালের আগে শেষ অনুশীলনের পরেই দলের ফুটবলারদের বার্তা দিয়েছেন অভিষেক।

Advertisement
'ফাইনালটা জিতে...,' ডুরান্ড ফাইনালের আগে দলকে পেপটক অভিষেকের ডায়মড হারবার এফসি ও অভিষেক বন্দোপাধ্যায়

অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপে খেলতে নেমেই ফাইনালে উঠেছে। শনিবার তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলার এই দল। শুক্রবার ফাইনালের আগে শেষ অনুশীলনের পরেই দলের ফুটবলারদের বার্তা দিয়েছেন অভিষেক। 

দলকে কী বার্তা অভিষেকের?
ক্লাব কর্তা আকাশ বন্দোপাধ্যায় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'উনি প্রায় সমস্ত খেলার খবরই রাখেন। দল ভাল খেললে সবাইকে শুভেচ্ছা জানান, কোথাও ভুল হলেও তা ধরিয়ে দেন। স্বাভাবিকভাবেই, কাল ফাইনাল তাই তার আগে দলের ফুটবলারদের বার্তা দিয়েছেন।' শনিবারের ম্যাচ দেখতে কি মাঠে আসবেন অভিষেক? এ প্রশ্ন করা হলে, আকাশ বলেন, 'উনি তো রাজনীতিবিদ। ব্যস্ত থাকেন রাজনীতির কাজে। তবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখন তিনি যদি সময় পান তা হলে আসতে পারেন।' 

অভিষেকের পেপটকে উজ্জীবিত দল
মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ৫ গোল খেয়ে হারতে হলেও দারুণভাবে ফিরে আসে কিবু ভিকুনার দল। সেই ম্যাচের পর দলকে পেপ টক দেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের সেই পেপটকেই উজ্জীবিত হয় দল। একের পর এক ম্যাচ জিতে পরের রাউন্ডে জায়গা করে নেয় ডায়মন্ড হারবার এফসি। ফাইনালে ওঠার পরও দলকে উজ্জীবিত করতে বার্তা দেন অভিষেক। বলেন, 'এখনও ফাইনাল জেতা হয়নি। তাই ফাইনালটা জিতে আনন্দ করো।' 

শনিবারের ফাইনাল যে খুব সহজ হবে না তা ভালভাবেই জানেন দলের কোচ কিবু ভিকুনাও। আর সেই কারণেই, দলকে বারবার সতর্ক করছেন তিনি। ইস্টবেঙ্গলের মতো আইএসএল-এর দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর দলের ফুটবলারদের মধ্যে যাতে আত্মতুষ্টি কাজ না করে সে দিকেই নজর কিবুর। পেড্রো বানালির দলের বিরুদ্ধে জেতা একেবারেই সহজ হবে না। 

শুধু কোচ কিবু নয়, ফাইনালে ওঠার পর ডুরান্ড জয় ছাড়া ভিন্ন ভাবনা নেই ফুটবলারদের মধ্যেও। লুকা মাজসেন যেমন। যুবভারতী ছাড়ার আগে স্লোভেনিয়ার ফরোয়ার্ড বলছিলেন, 'আমাদের মূল লক্ষ্য এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ডায়মন্ডহারবার এফসি-কে আইএসএলে তুলে আনা। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসাবে আমরা ডুরান্ডে খেলতে নামি। এবার আমরা ফাইনালে উঠে এসেছি। সুযোগ রয়েছে আমাদের। সেটা হাতছাড়া করতে চাই না।' এর আগে পঞ্জাব এফসি-কে আইএসএলে তুলেছেন লুকা।

Advertisement

POST A COMMENT
Advertisement