East Bengal: অস্কার-সন্দীপের ঝামেলায় কার পক্ষে ইস্টবেঙ্গল ক্লাব? শীর্ষকর্তা বললেন

সুপার কাপের আগে সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার ব্রুজোর ঝামেলা নিয়ে মুখ খুলল ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি দলের মনোবল যাতে নষ্ট না হয়, সে ব্যাপারেই যত চিন্তা লাল-হলুদ ক্লাবের। আর সে কারণেই দলের প্রাক্তন গোলকিপার সন্দীপের পাশে না দাঁড়িয়ে অস্কারকেই ক্যাপ্টেন বলে দিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

Advertisement
অস্কার-সন্দীপের ঝামেলায় কার পক্ষে ইস্টবেঙ্গল ক্লাব? শীর্ষকর্তা বললেন ইস্টবেঙ্গল

সুপার কাপের আগে সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার ব্রুজোর ঝামেলা নিয়ে মুখ খুলল ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি দলের মনোবল যাতে নষ্ট না হয়, সে ব্যাপারেই যত চিন্তা লাল-হলুদ ক্লাবের। আর সে কারণেই দলের প্রাক্তন গোলকিপার সন্দীপের পাশে না দাঁড়িয়ে অস্কারকেই ক্যাপ্টেন বলে দিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবব্রত বলেন, 'আমরা অস্কারের পাশে আছি। আমাদের কাছে পরিষ্কার নয়, সন্দীপ কী বলতে চাইছে। আমাদের কাছে চিঠি দেয়নি। আমায় ফোন করেছিলো। বলেছি সুপার কাপ সামনে আছে। আসার পর, আমরা তাদের বক্তব্য শুনবো।' শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন ফুটবলরদেরও এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। দেবব্রত বলেন, 'বলবো, সুপার কাপের পর আমাদের সঙ্গে কথা বলবো।'

আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্দীপের ব্যাপারে?
সন্দীপ সংবাদ মাধ্যমের সামনে তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। তারপরে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়, সন্দীপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ক্লাব। আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে, দেবব্রত বলেন, 'আমার জানা নেই ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কী বলা হয়েছে, আমাদের জানা নেই। আমরা আলোচনার মাধ্যমে টিম করেছি। কোচ ইন্টারভিউ নিয়ে সন্দীপকে নিয়েছে। কোম্পানি যারা চালাচ্ছেন, তারা চেষ্টা করেন। এটা কালেকটিভ সিদ্ধান্ত।'

লগ্নিকারি সম্নগস্থার সঙ্গে কোনও বিরোধ নেই
ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। দেবব্রত বলেন, 'লগ্নিকারী সংস্থাই সাড়া পৃথিবীতে বিভিন্ন সংস্থা চালায়। একটা গ্যাপ যদি থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে কোনও দূরত্ব নেই। আজ সকালেও আমাদের সঙ্গে কথা হয়েছে। কাদা ছোড়াছুড়ি করতে আসিনি। সংবাদ মাধ্যমকে অনুরোধ, এসব দূরে সরিয়ে রাখুন।' 

ফুটবলারদের মধ্যে প্রভাব পড়েনি
দলে এই ঘটনার কোনও প্রভাব পড়েবনি বলেই দাবি দেবব্রতর। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলেন, 'খবর নিচ্ছি দলের। টিমের ভেতরে এর কোনও প্রভাব নেই।' তবে মাঠ নিয়ে অভিযোগ করেছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল কর্তা বলেন, 'মাঠের সমস্যা আছে। মূল মাঠে মোহনবাগান ম্যাচ খেলছে। আমাদের ব্যাম্বোলিমে ম্যাচ কেন আমরা খেলবো? এ ব্যাপারে আমরা এআইএফএফ-কে জানিয়েছি।'  

Advertisement

POST A COMMENT
Advertisement