১৬ আগস্ট 'খেলা হবে' দিবস (Khela Hobe Diwas) পালন করা হয় গোটা রাজ্যে। আর সেদিনই ইস্টবেঙ্গলের (East Bengal) প্র্যাক্টিসে নেমে পড়লেন আনোয়ার আলি (Anwar Ali)। তাঁর ইস্টবেঙ্গলে যোগ দেওয়া নিয়ে নানা জটিলতা ছিল। তবে সেই সমস্ত জটিলতা কাটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন এই ডিফেন্ডার। রবিবার ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বিতে (Kolkata Derby) কি খেলতে নামবেন ভারতীয় দলের (Indian Football Team) স্টপার? তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই।
ডিফেন্স নিয়ে সমস্যায় লাল-হলুদ
হিজাজি মাহের (Hijazi Maher) শেষ কয়েকদিন অনুশীলন করেছেন ডান হাঁটুতে স্ট্যাপ বেঁধে। এএফসি কাপের (AFC Cup) ম্যাচে তিনি পুরো ম্যাচ খেললেও হাঁটুর সমস্যা বোঝা গিয়েছে ভালোই। কোচ কার্লেস কুয়াদ্রাতের সমস্যা বাড়িয়ে অলটিন ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন মহম্মদ রাকিপও। ফলে দ্বিতীয়ার্ধে নামতেই পারেননি তিনি। ফলে পুরো ম্যাচ খেলার মতো কোনও রাইট ব্যাকই নেই কুয়াদ্রাতের হাতে। এই অবস্থায় যাঁরা তাঁকে স্বস্তি দিতে পারতেন, সেই হেক্টর ইউস্তে এবং আনোয়ার আলির ডার্বি খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হেক্টর তো ভিসা সমস্যা মিটিয়ে ঠিক কবে আসছেন, সেটাই স্পষ্ট জানে না টিম ম্যানেজমেন্ট।
ডার্বি জিততে আশাবাদী নন্দাকুমার
অবশ্য দলের রক্ষণের এমন অবস্থার মধ্যেও ডার্বি জয় নিয়ে আশাবাদী নন্দাকুমার। গত ডুরান্ডের প্রথম ডার্বিতে জয়সূচক গোল করে নায়ক হয়েছিলেন এই ফুটবলার। এবার সেই ডুরান্ডেই ডার্বি খেলার আগে নন্দা বলেন, 'মোহনবাগান কঠিন প্রতিপক্ষ। তবে আমি বলব, আমাদের দল তৈরি। এই ম্যাচে আমরা পাঁচ ডিফেন্ডার নিয়ে খেললাম, প্রথমবার। সেই হিসাবে দলের পারফরম্যান্স বেশ ভালো। এটা আমাদের দলের মানসিক কাঠিন্যের পরিচয় দেয়। ফলে আমি কাছে রাখলে আপনি গোল করার সুযোগ অনেক বেশি পাবেন। পরের ম্যাচে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর যত সময় যাবে আমরা আরও ভালো ভাবে কোচের স্টস্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিতে পারব।' বুধবার অলটিনের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে নেমেছিলেন ক্লেটন সিলভা। চোট সারিয়ে এবার লাল-হলুদ জার্সিতে এটাই ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম ম্যাচ। তাঁর প্রত্যাবর্তন দলের জন্য ইতিবাচক হবে বলেই মনে করছেন নন্দা, 'ক্লেটন আমাদের অধিনায়ক। ও ফেরার ফলে আমরা আরও বেশি আক্রমণে জোর দিতে পারব। আরও বেশি গোল করার জন্য ঝাঁপাতে সুবিধা হবে।'