মাঠে, মাঠের বাইরে সমস্যা বেড়েই চলেছে ইস্টবেঙ্গলের। অস্কার-সন্দীপ ঝামেলার রেশ এখনও চলছে। বিভিন্ন মহল থেকে আসছে বিবৃতি। আর এর এর বাইরে গোয়ার অনুশীলন মাঠ নিয়ে সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার নাগোয়ার মাঠে অনুশীলন করেছিলেন সল ক্রেসপোরা। কিন্তু সেই মাঠের মান ছিল বেশ খারাপ। বাধ্য হয়ে বুধবার ইস্টবেঙ্গল অনুশীলন সরিয়ে নিতে হয় গুইরিমের একটি মাঠে। যে মাঠ মঙ্গলবারের মাঠের থেকে ভাল।
তবে সূত্রের খবর, বৃহস্পতিবার আবার অন্য মাঠে পাঠানো হতে পারে ইস্টবেঙ্গলকে। যা নিয়ে যথেষ্ট বিরক্ত লাল-হলুদ শিবির। তবে এদিন এক ঘন্টার কিছু বেশি সময়ের এদিন এক ঘণ্টার কিছু বেশি সময়ের অনুশীলনে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো মূলত চেষ্টা করে গেলেন ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখার। শুরুর দিকে ছিল সিচুয়েশন অনুশীলন। অনুশীলনের পর আড্ডার মেজাজে মেতে উঠতে দেখা গেল ফুটবলারদের। চাপ যাতে কোনওভাবেই তৈরি না হয় সেদিকে কড়া দৃষ্টি রাখছেন অস্কার। অন্যদিকে সুপার কাপের আগে সন্দীপ নন্দীকে নিয়ে বিতর্ক থামাতে তৎপর হলেন ইস্টবেঙ্গল কর্তারা। বুধবার তারা ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে, সুপার কাপের আগে সবাইকে অনুরোধ করলেন এই নিয়ে নতুন করে বিতর্ক না তৈরি করার।
ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবরত সরকার বলেন, 'অস্কার আমাদের দলের প্রধান নেতা। আমরা পূর্ণ আস্থা রাখছি কোচের ওপর। সবাইকে অনুরোধ করছি নতুন করে বিতর্ক যাতে তৈরি না হয়। আমাদের ফোকাস হোক সুপার কাপ।' অন্যদিকে ইস্টবেঙ্গলকে দুটো ম্যাচ খেলতে হবে বাম্বোলিমের মাঠে। মোহনবাগান ডার্বি বাদ দিয়েও বাকি দুটি ম্যাচ খেলবে ফতোরদায়। কেন মোহনবাগান এক মাঠে তিনটি ম্যাচ খেলার সুবিধা পাচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল।
শুধু তাই নয়, গ্রুপের দুটি ম্যাচেই মোহনবাগানের আগে মাঠে নামবে ইস্টবেঙ্গল। সেখানেও চিরপ্রতিদ্বন্দী বাড়তি সুবিধা পাচ্ছে অভিযোগ লাল-হলুদের। কারণ ইস্টবেঙ্গলের ম্যাচের ফল দেখে তারা গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। সেই বিষয়টি তারা ফেডারেশনকে জানিয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের ম্যাচ দেখানো নিয়ে জটিলতা থাকলেও আপাতত তাদের মৌখিকভাবে বলা হয়েছে ম্যাচ সরাসরি সম্প্রচার হবে।