হঠাৎ করেই দিমিত্রিয়াস ডিমানটাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। আর তারপর থেকেই লাল-হলুদ সমর্থকদের মনে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তাদের মনে প্রশ্ন জেগেছে, ডুরান্ড কাপের ডার্বিতে গোল করা স্ট্রাইকারকে কেন গত মরসুমের ব্যর্থতার কারণে ছাঁটাই হতে হল? পাশাপাশি তাদের চিন্তা এবার গ্রীক তরকার জায়গায় কাকে সই করাবে ক্লাব?এক্ষেত্রে বলে রাখা ভাল, যে খবর ক্লাব এবং ইনভেস্টর ইমামি-র সূত্র থেকে পাওয়া যাচ্ছে, তাতে ইস্টবেঙ্গল সমর্থকরা কিছুটা হতাশই হবেন।
বিভিন্ন সমর্থকদের হোয়াটস অ্যাপ গ্রূপে নানা নাম উঠে এলেও, সূত্রের খবর, নতুন করে কোনও স্ট্রাইকার নেওয়ার পরিকল্পনা লাল-হলুদের নেই। তারা জানুয়ারির ট্রান্সফার উইন্ডো অবধি অপেক্ষা করতে চায়। কারণ এখনই আইএসএল শুরু হচ্ছে না। রয়েছে সুপার কাপ। সেই টুর্নামেন্টে ভারতীয় স্ট্রাইকারদের দিয়েই কাজ চালিয়ে নেওয়ার কথা ভাবছে ইমামি ইস্টবেঙ্গল। ম্যানেজমেন্ট এখন থেকে ফুটবলার নিয়ে বাড়তি খরচ করতে তেমন রাজি নয়। তাই, ইস্টবেঙ্গলে আপাতত কোনও বিদেশি ফুটবলার আসছেন না।
নতুন বিদেশি স্ট্রাইকার জানুয়ারি মাসের আগে আসার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে তিনি দলের সঙ্গে কত দ্রুত মানিয়ে নিতে পারবেন, তার ওপর নির্ভর করবে আইএসএলে ইস্টবেঙ্গলের সাফল্য। সঙ্গে চোখ থাকছে অন্যদিকেও। আইএসএল শুরুর আগে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক সমস্যা কি মিটবে? মরশুমের শুরু থেকে একাধিক ভারতীয় সাইডব্যাকের সঙ্গে কথা বললেও এখনও কেউই চূড়ান্ত হননি। আইএসএলের আগে দলের নতুন ভারতীয় সাইড ব্যাক না এলে ইস্টবেঙ্গলকে বেশ ভুগতে হবে। কেন ছাঁটাই করা হল গ্রিক তারকাকে?
গত মরসুমে ডিমানটাকোস ভাল খেলতে না পারলেও, এ মরসুমে ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছিলেন। বিশেষ করে ডার্বি ম্যাচে দারুণ গোল করে সেই বার্তাই দিয়েছিলেন গ্রীক ফুটবলার। তবে ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছেন ডিমানটাকোস। আর তাতেই রীতিমত ক্ষুব্ধ ছিলেন কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষ হওয়ার পর, ঘনিষ্ঠ মহলে অস্কার সেই ক্ষোভের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, 'এই দলের এক নম্বর স্ট্রাইকার? এত গোলের সুযোগ নষ্ট করল!' পাশাপাশি ডার্বি ম্যাচে পেনাল্টি থেকে গোল পেলেও সে প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি অস্কার। বলেন, 'ডার্বিতে শুধু পেনাল্টি থেকে গোল করেই হয়ে গেল?'