East Bengal Transfer: অবশেষে ইস্টবেঙ্গলে সিংটো, পরের মরসুমে লাল-হলুদে আসছেন এই রাইট-ব্যাক?

গতবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আশা জেগেছিল। দল গঠনের কাজটাও দারুণভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কর্তারা। তবে ডুরান্ড কাপ, আইএসএল শুরু হতেই ধাক্কা খায় স্বপ্ন। একের পর এক ম্যাচে হার, নয়ত ড্র। সব মিলিয়ে পরপর ব্যর্থতা গ্রাস করেছে। তাই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ। আই লিগের এক তারকাকে সই করাতে পারে তারা।

Advertisement
অবশেষে ইস্টবেঙ্গলে সিংটো, পরের মরসুমে লাল-হলুদে আসছেন এই রাইট-ব্যাক?ইস্টবেঙ্গল

গতবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আশা জেগেছিল। দল গঠনের কাজটাও দারুণভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কর্তারা। তবে ডুরান্ড কাপ, আইএসএল শুরু হতেই ধাক্কা খায় স্বপ্ন। একের পর এক ম্যাচে হার, নয়ত ড্র। সব মিলিয়ে পরপর ব্যর্থতা গ্রাস করেছে। তাই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ। আই লিগের এক তারকাকে সই করাতে পারে তারা।

ইস্টবেঙ্গলে নতুন রাইটব্যাক?
ইস্টবেঙ্গল সমর্থকরা নতুন করে আশা দেখতেই পারেন। একাধিক মাধ্যম সূত্রে খবর এবার নাকি আই লিগের এক রাইট ব্যাকের দিকে নজর রয়েছে ময়দানের এই প্রধানের। তিনি ল্যামগোলেন হ্যাংশিং। বর্তমানে চার্চিল ব্রাদার্সের সঙ্গে তিনি যুক্ত থাকলেও নয়া মরসুমের জন্য নাকি তাঁকে এনেই নাকি রক্ষণভাগ মজবুত করার পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

কলকাতায় চলে এলেন থংবোই সিংটো
গত মরসুমের শুরু থেকেই চোট আঘাত সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। সেই দিকেও এ মরসুমে নজর দিতে হবে। ইতিমধ্যেই রিজার্ভ দলের দায়িত্ব নিতে কলকাতায় চলে এসেছেন থংবোই সিংটো। মূলত নতুন তারকা তুলে আনতেই এই সিদ্ধান্ত। রিজার্ভ বেঞ্চ শক্তিশালি করে লড়াইয়ে নামতে চাইবে ইস্টবেঙ্গল। আর সেই কাজের জন্য থংবোই-এর মতো কোচকেই যে দরকার তা বুঝতে পেরেছেন লাল-হলুদ কর্তারা।

 

ইস্টবেঙ্গল ক্লাবে সিংটো
ইস্টবেঙ্গল ক্লাবে সিংটো

আই লিগ তো বটেই, তরুণ ফুটবলারদের নিয়ে আইএসএল-এর মঞ্চেও দারুণ পারফর্ম করেছেন সিংটো। সঙ্কটে থাকা হায়দরাবাদের লড়াই বিপক্ষের মনও জয় করে নিয়েছে। এখন লাল-হলুদের সাপ্লাইলাইনের দায়িত্ব নিয়ে তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার। থংবোই এলেও, দায়িত্ব থেকে আপাতত সরছেন না বিনো জর্জ। তিনি সিনিয়র দোলের সহকারি কোচ হিসেবেই কাজ করে যাবেন। এমনটাই সূত্রের খবর। 

ল্যামগোলেন হ্যাংশিং
ল্যামগোলেন হ্যাংশিং

অস্কারের হাত ধরে ইস্টবেঙ্গলে সাফল্য না এলেও, তার ঝলক দেখা গিয়েছে। সেই রূপোলী রেখা ধরে লাল-হলুদ আলোর সন্ধান পায় কিনা সেটাই দেখার।   

Advertisement

    

POST A COMMENT
Advertisement