East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে সই করলেন ভেনেজুয়েলার স্ট্রাইকার, ডার্বির আগে বড় চমক

ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকারকে সই করাল ইস্টবেঙ্গল। মাদিহ তালালের বিকল্প হিসেবে ইস্টবেঙ্গলে খেলতে আসছেন  রিচার্ড সেলিস। এই মরসুমের শেষ অবধি লাল-হলুদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। সোমবার রাতে এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করেন লাল-হলুদ কর্তারা।

Advertisement
ইস্টবেঙ্গলে সই করলেন ভেনেজুয়েলার স্ট্রাইকার, ডার্বির আগে বড় চমকRichard Celis

ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকারকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। মাদিহ তালালের বিকল্প হিসেবে ইস্টবেঙ্গলে খেলতে আসছেন  রিচার্ড সেলিস (Richard Enrique Celis Sanchez)। এই মরসুমের শেষ অবধি লাল-হলুদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। সোমবার রাতে এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করেন লাল-হলুদ কর্তারা।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) আগেই বলেছিলেন, ডার্বির (Kolkata Derby) আগেই বিদেশি ফুটবলারের নাম ঘোষণা হবে। আর সেই মতো ডার্বি ম্যাচের চারদিন আগে নতুন ফুটবলারের নাম ঘোষণা করল লাল-হলুদ ক্লাব। তবে তিনি ডার্বি ম্যাচ খেলবেন কিনা বা তার আগে শহরে আসবেন কিনা তা এখনও জানানো হয়নি। যদিও গত বছর অক্টোবোর অবধি খেলেছেন রিচার্ড।

জাতীয় দলে খেলেছেন সেলিস

শুধুমাত্র একজন স্ট্রাইকার হিসেবে নয়, লেফট উইঙ্গেও খেলতে পারেন রিচার্ড। সেলিস ভেনেজুয়েলার বেশ কয়েকটি শীর্ষ-স্তরের ক্লাব যেমন অ্যাটলেটিকো ভেনেজুয়েলা সিএফ, দেপোর্তিভো জেবিএল, কারাকাস এফসি এবং একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলোর প্রতিনিধিত্ব করেছেন, কলম্বিয়ার মিলোনারিওস এফসি এবং স্লোভাকিয়ার এফকে সেনিকা ছাড়াও। সেলিস অতীতে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকায় ভেনেজুয়েলার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।

রিচার্ড সেলিস
রিচার্ড সেলিস

কোন কোন ক্লাবে খেলেছেন সেলিস?

২৮ বছর বয়সী এই খেলোয়াড় ঘরোয়া লীগ এবং কোপা লিবার্তাদোরেস জুড়ে ২৫০টিরও বেশি শীর্ষ-স্তরের ক্লাব ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করেছেন। ২০১৯ সালে কারাকাসকে ভেনেজুয়েলার প্রাইমেরা ডিভিশন শিরোপা জিততে এবং ২০২২ কোপা কলম্বিয়া অভিযানে মিলোনারিওসের জয়ে সেলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সেলিস আসায়, ইস্টবেঙ্গল ক্লেইটন সিলভাকে একটু নিচের থেকে খেলাতে পারবে। ফলে আক্রমণে লোক বাড়াতে সুবিধা হবে। এখন লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে লাল-হলুদকে সুপার সিক্সে যেতে হলে সমস্ত ম্যাচ জিততে হবে। আর তা করতে গেলে আক্রমণেও ঝাঁজ বাড়াতে হবে। মুম্বই ম্যাচ হারের পর ক্লাব কর্তা দেবব্রত সরকার দীর্ঘক্ষণ কোচ ও অন্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বেরনোর পর আশ্বাস দিয়েছিলেন, 'দুই এক দিনের মধ্যেই বিদেশি ফুটবলার ঠিক করে ফেলবেন তাঁরা। সেই ঘোষণার পরের দিনই তারকা স্ট্রাইকারের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।  

Advertisement

POST A COMMENT
Advertisement