East Bengal Transfer News: কনর শিল্ডসকে নিয়ে লড়াইয়ে ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু, পাল্লা ভারী কাদের?

চেন্নাইয়ের দুর্দান্ত ফুটবলার কনর শিল্ডকে নিয়ে টানাটানি চলছে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে। এমনটাই সূত্রের খবর। ইস্টবেঙ্গলের পছন্দের এই মিডফিল্ডারকে নিতে এবার ঝাঁপিয়ে পড়েছে পার্থ জিন্দালের ক্লাবও। এখন দেখার মাঠের বাইরের এই লড়াইয়ে কারা জেতে। দারুণ ফুটবল খেলেছেন কনর।

Advertisement
কনর শিল্ডসকে নিয়ে লড়াইয়ে ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু, পাল্লা ভারী কাদের?কনর শিল্ড

চেন্নাইয়ের দুর্দান্ত ফুটবলার কনর শিল্ডকে নিয়ে টানাটানি চলছে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে। এমনটাই সূত্রের খবর। ইস্টবেঙ্গলের পছন্দের এই মিডফিল্ডারকে নিতে এবার ঝাঁপিয়ে পড়েছে পার্থ জিন্দালের ক্লাবও। এখন দেখার মাঠের বাইরের এই লড়াইয়ে কারা জেতে। দারুণ ফুটবল খেলেছেন কনর।

কেমন ফুটবলার কনর?
২৭ বছর বয়সী স্কটিশ ফুটবলার কনর শিল্ডস (Connor Shields)। ভারতের নানা ক্লাবে খেলেছেন এই তারকা অ্যাটাকিং মিডফিল্ডার। গত মরসুমে তিনি চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) জার্সিতে চুটিয়ে খেলেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১টি গোল এবং ৮টি অ্যাসিস্ট। এছাড়াও কনর শিল্ডস ৩৫৮টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে, ৭৬টি পজিটিভ সুযোগ তৈরি করেছেন দলের হয়ে এবং ১০৭টি রিকভারি রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে, ঠিক তার আগের মরসুমে শিল্ডস চেন্নাইয়ের হয়ে ৩টি গোল করেন।

প্রচুর অভিজ্ঞতা রয়েছে এই স্কটিশ ফুটবলারের
খেলেন মূলত, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। অর্থাৎ, একদিকে এমন গোলও করতে পারেন এবং অপরদিকে মাঝমাঠ থেকে বল বাড়ানোর কাজেও সিদ্ধহস্ত এই স্কটিশ ফুটবলারটি (Scottish Footballer)। যা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর (Source), সেই কনর শিল্ডস এবার আসতে পারেন লাল হলুদে স্কটল্যান্ডের ফুটবল ক্লাব মাদারওয়েল এফসি, ইউনাইটেড কিংডমের ফুটবল ক্লাব সাভারল্যান্ড, অ্যাল্ডারশট টাউন এফসি এবং কুইন্স পার্ক সহ একাধিক ক্লাবের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। নিঃসন্দেহে অভিজ্ঞতার ঝুলি অনেকটাই পরিপূর্ণ।

সব বিদেশিকেই ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল
ইতিমধ্যেই কেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব। ফুটবল থেকে অবসর নিয়েছেন হেক্টর ইউস্তে। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হিজাজি মাহের ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। এমতাবস্থায় নতুন কোন বিদেশি আসতে পারেন লাল হলুদে? তা নিয়েই জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)I  

পাশাপাশি আইসল্যান্ড জাতীয় দলের অভিজ্ঞ উইঙ্গার জোহান বার্গ গুডমুন্ডসন-কে দলে টানতে আগ্রহী লাল-হলুদ ম্যানেজমেন্ট। বর্তমানে সৌদি আরবে খেলা এই তারকার সম্ভাব্য ট্রান্সফার ঘিরে উত্তেজনা তুঙ্গে। একজন বহুমুখী ফুটবলার, যিনি উইঙ্গার বা অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও খেলতে পারেন সেন্ট্রাল মিডফিল্ড, সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায়ও। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। খেলেছেন বার্নলি সহ একাধিক ইউরোপীয় ক্লাবে।

Advertisement

বর্তমানে তিনি খেলছেন তিনি বর্তমানে আল অরোবা ক্লাবের হয়ে। ২০১৬ সালের ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আইসল্যান্ড। রাউন্ড অফ ১৬-এর সেই ম্যাচে দারুণ ফুটবল খেলেছিলেন এই তারকা উইঙ্গার। এরপর ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও ১-০ গোলে ইংল্যান্ডকে হারায় গুডমুন্ডসনের দল।

POST A COMMENT
Advertisement