বিদেশি ডিফেন্ডার সই করাতে গিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। গতবার একই কারণে ভুগতে হয়েছিল। এবার তাই দল গোছাতে বদ্ধপরিকর লাল-হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। সেই লক্ষ্যে সার্বিয়ার স্টপার ইভান মিলাদিনোভিচের (Ivan Miladinovic) সঙ্গে কথা অনেকটাই এগিয়েছিল। কিন্তু চুক্তি এখনও হয়নি। তারমধ্যেই কাজাখস্তানের ক্লাব টোবল কোস্টানে জানিয়ে দিয়েছে, তারা ইভানকে ছাড়তে রাজি নয়।
হাল ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল যদিও হাল ছাড়ছে না। তবে যা পরিস্থিতি তাতে সেপ্টেম্বরের আগে কোনওভাবেই এই ডিফেন্ডারকে পাওয়া সম্ভব নয়। ফলে বিকল্প ভাবতেই হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। র্যাডারে রয়েছেন আরও তিন বিদেশি ডিফেন্ডার। বিদেশির পাশাপাশি দু'জন ভারতীয় সাইড ব্যাক এবং একজন স্টপার চাইছেন কোচ ব্রুজো। তাঁর নজরে রয়েছেন বেঙ্গালুরুর রাহুল ভেকে ও মুম্বই সিটির মেহতাব সিং।
ডিফেন্ডার সই নিয়ে সমস্যা বাড়ছে
রাহুলকে সই করাতে হলে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে লাল-হলুদ ক্লাবকে। আর মেহতাবের কাছে মোহনবাগানের প্রস্তাব রয়েছে। তিনি এখনও সিদ্ধান্ত নেননি। বাকি থাকলেন পঞ্জাব এফসি'র অভিষেক সিং। কিন্তু অভিষেকের জন্য ২ কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে পঞ্জাব। যা শুনে রীতিমতো মাথায় হাত লাল-হলুদ রিক্রুটারদের। চার্চিলের রাইট ব্যাক ল্যামগোলেন হ্যাংশিংও ইস্টবেঙ্গলের র্যাডারে ছিলেন। কিন্তু হায়দরাবাদ এফসি'তে সই করেছেন মণিপুরের এই ফুটবলার। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে।
বিদেশিদের মধ্যে চূড়ান্ত হয়েছেন একমাত্র মিগুয়েল। সল ক্রেসপোকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে দিমিত্রিয়স ডিমানটাকোসকে ছাড়তে হলে প্রায় তিন কোটি টাকার ক্ষতিপুরণ দিতে হবে। তাই এই গ্রিক স্ট্রাইকারকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে সমস্যায় পড়তে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে।
গত মরসুমে শুরু থেকেই ছন্দে ছিল না ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের পর, আইএসএল-এ প্লে অফে যেতে পারেনি তারা। সুপার কাপেও প্রথম ম্যাচ হেরেই বিদায় নিয়েছে দল। হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা।