East Bengal Vs Mohun Bagan: গোয়ায় সুপার কাপ খেলতে এসে কী মিস করছেন মোহনবাগানের টম?

অনুশীলন শেষে ডার্বি ম্যাচের আগে নিজেদের অভিমানের কথা শোনালেন টম অলড্রেড। মোহনবাগান ডিফেন্ডারের আক্ষেপ, ডার্বি হচ্ছে, কিন্তু দর্শক কম। খুব স্বাভাবিক। গোয়ায় ডার্বি দেখতে আসা অনেকটাই সমস্যার। তার উপর আবার সপ্তাহের কাজের দিনে বড় ম্যাচ। 

Advertisement
গোয়ায় সুপার কাপ খেলতে এসে কী মিস করছেন মোহনবাগানের টম?ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
হাইলাইটস
  • মোহনবাগান ডিফেন্ডারের আক্ষেপ, ডার্বি হচ্ছে, কিন্তু দর্শক কম।
  • ট্রফি তো জিততেই হবে। পরের স্টেপ ইস্টবেঙ্গল।

প্রবল বৃষ্টি সকাল থেকেই। মাঝে কিছুটা সময় তা বন্ধ হলেও, বিকেল থেকে ফের শুরু হয়েছে। এমন অবস্থায় ভেজা মাঠে বেশি সময় অনুশীলন চালানোর ঝুঁকি নিচ্ছেন না মোহনবাগান সুপার জায়েন্ট কোচ হোসে মলিনা। অনুশীলন শেষে ডার্বি ম্যাচের আগে নিজেদের অভিমানের কথা শোনালেন টম অলড্রেড। মোহনবাগান ডিফেন্ডারের আক্ষেপ, ডার্বি হচ্ছে, কিন্তু দর্শক কম। খুব স্বাভাবিক। গোয়ায় ডার্বি দেখতে আসা অনেকটাই সমস্যার। তার উপর আবার সপ্তাহের কাজের দিনে বড় ম্যাচ। 

টমের আক্ষেপ

আক্ষেপ থাকলেও, সমর্থকদের হতাশ করবে না মোহনবাগান। এমনটাই দাবি টমের। জানিয়ে দিলেন, 'আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। কী করে ভালো খেলতে পারি সেইদিকে ফোকাস করতে হবে। আমরা কী করতে পারি সেটা দেখতে হবে। বড় ম্যাচে সমর্থকদের মিস করব। গত বছর নর্থইস্টে খেলার সময়েও ফ্যানদের পাইনি। আমরা ওদের প্রতিনিধি, আমরা জয়ের জন্য ঝাঁপাব।' ভারতের প্রায় সব টুর্নামেন্টে জেতা হয়ে গিয়েছে মোহনবাগানের। তবে ট্রফি ক্যাবিনেটে এখনও অবধি নেই সুপার কাপ। তাই এই অধরা ট্রফি ঘরে তুলতে মরিয়া সবুজ-মেরুন। টম বললেন, 'সুপার কাপ না পাওয়াটা মোটিভেশন হিসেবে দেখছি। একবারে একটা পদক্ষেপ নিচ্ছি। ট্রফি তো জিততেই হবে। পরের স্টেপ ইস্টবেঙ্গল। দারুণ আবাহওয়া, ইংলিশ ওয়েদার।'
'

এফএ কাপেও এমন হয়'
ডেম্পো ম্যাচ যে এখন অতীত মোহনবাগানের কাছে তা অতীত তা অনুশীলন দেখে অনেকটাই স্পষ্ট। টম বললেন, 'যত বেশি ম্যাচ খেলব, তত ফিট হব। প্রত্যেক প্লেয়ার ভালো ছন্দে আছে। আমরা ডেম্পো ম্যাচে সব চেষ্টা করেছি, কিন্তু গোল পাইনি শেষ পর্যন্ত। আমি একাধিক লিগে খেলেছি, এগুলো হতেই পারে (ডেম্পোর অবস্থান)। ইংল্যান্ডেও এটা দেখেছি। আমরা গোল পেলে জিতে জেতাম, তখন ছবিটা অন্যরকম হতো। ওটা অতীত।'

ডার্বিতে এগিয়ে ইস্টবেঙ্গল
 

তবে ডার্বিতে যে ইস্টবেঙ্গল এগিয়ে থেকেই শুরু করবে তা মানছেন টম। মোহনবাগানের তারকা ডিফেন্ডার জানালেন, 'ইস্টবেঙ্গল এগিয়ে, আমাদের কাছে ডার্বি জেতার সুযোগ আছে। শেষ ম্যাচে জিততে পারিনি। এ বার ৯০ মিনিটে গোল করতে হবে। ইস্টবেঙ্গল এ বার অনেক ভালো প্লেয়ারকে সই করিয়েছে, ফ্রেশ প্লেয়ার আছে। তবে আমরাও ভারতের চ্যাম্পিয়ন।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement