scorecardresearch
 

FIFA World Cup 2022 Brazil and Argentina: সেমি ফাইনালে মুখোমুখি ব্রাজিল VS আর্জেন্টিনা? যে অঙ্কে সম্ভব

FIFA World Cup 2022: বিশ্ব-ফুটবলের মহা ডার্বির (Darby Match World Football) মহা সম্ভাবনায় ফুটছে বিশ্বের ফুটবলপ্রেমীরা। ব্রাজিল এবং আর্জেন্টিনা (Brazil Vs Argentina)। দুদলেরই লক্ষ্য কাপ। বিশ্বকাপ এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। জেনে নিন কী ভাবে সেই ম্যাচ হবে। সমগ্র বিশ্ব অপেক্ষা করছে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য।

Advertisement
মেসি বনাম নেইমার মেসি বনাম নেইমার
হাইলাইটস
  • সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল?
  • কোন অঙ্কে হতে পারে সম্মুখ সমর?
  • দু'দলের পথে বাধা নেদারল্যান্ড-ক্রোয়েশিয়া

FIFA World Cup 2022: আর মাত্র সাতটা ম্যাচ। তারপরই ঠিক হয়ে যাবে কাতার বিশ্বকাপের (Qatar World Cup) ট্রফি কার হাতে উঠবে।শুক্রবার মেগা কোয়ার্টার ফাইনালে (Quarer Final) মুখোমুখি সেরা আটটি দল। এর মধ্যে চারটি দলের বিদায় হয়ে যাবে। এখন চুলচেরা বিশ্লেষণ কারা পৌঁছবে সেমিতে (World Cup Semifnal )। তার চেয়েও বড় বিশ্ব-ফুটবলের মহা ডার্বির (Darby Match World Football) মহা সম্ভাবনায় ফুটছে বিশ্বের ফুটবলপ্রেমীরা। ব্রাজিল এবং আর্জেন্টিনা (Brazil Vs Argentina)। দুদলেরই লক্ষ্য কাপ। বিশ্বকাপ এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। জেনে নিন কী ভাবে সেই ম্যাচ হবে। সমগ্র বিশ্ব অপেক্ষা করছে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য।

কোয়ার্টার ফাইনালে পৌঁছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে (Korea Republic)। ৪-১ গোলে পরাজিত করেছে তারা এশিয়ার দলটিকে। অপর দিকে, আর্জেন্টিনা নক আউট পর্বের ম্যাচে পরাজিত করেছে অস্ট্রেলিয়াকে (Australia)। ২-১ গোলে ম্যাচটি জেতে আর্জেন্টিনা।

কোন অঙ্কে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল এবং আর্জেন্টিনা

কিন্তু গ্রুপের বিন্যাস ক্রমে দু'দলই যদি কোয়ার্টারে জেতে, তাহলে সেমিফাইনাল ম্যাচে বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনার একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এই ম্যাচে আর্জেন্টিনা যদি নেদারল্যান্ডসকে (Neitherland) হারিয়ে দেয় তা হলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। অপর দিকে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবে মারাদোনা এবং পেলের দেশ। এক কথায় ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতলেই একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে সেমিফাইনালে।

শেষ সাক্ষাতে জয়ী আর্জেন্টিনা

Advertisement

কোপা আমেরিকা (Copa America Final Champion Argentina) ২০২১ ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। কোপা আমেরিকা ২০২১-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই ম্যাচে নেইমারের (Neymar) দলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা (Argentina Beat Brazil)। ম্যাচের জয়সূচক গোলটি করেছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া (Angelo De Maria)।

দুই হেভিওয়েটের সেমিফাইনাল, কারা কেমন ছন্দে?

যে ভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপে খেলেছে তাতে এই  দুই দল সেমিফাইনালে মুখোমুখি হলে কিছুটা এগিয়ে থাকবে ব্রাজিল। ব্রাজিলের অ্যাটাকিং বিভাগ দারুণ ছন্দে রয়েছে। চোট কাটিয়ে ফিরেছেন নেইমার। গোলের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicious Junior) এবং রিচার্লিসন (Richarlison)। ভাল ছন্দে রয়েছেন রাফিনহাও (Rafinha)। এ ছাড়া ডিফেন্সও রয়েছে ভাল ছন্দে। অন্য দিকে, আর্জেন্টিনার আক্রমণভাগও ভাল খেলছে। লিওনেল মেসি (Lionel Messi) ছাড়াও গোল পাচ্ছেন অন্যান্য ফুটবলাররা। তবে, এখনও খুব বেশি পরীক্ষিত নয় আর্জেন্টিনার ডিফেন্স। সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) ব্রাজিলের মাথাব্যথার কারণ হতে পারেন।

 

Advertisement