কানাডা, আমেরিকা, মেক্সিকো মিলে এবার আয়োজন করবে বিশ্বকাপ। ৪৮ দলের এই বিশ্বকাপ ১৬ শহরের ১৬ ভেন্যুতে হবে। খেলা হবে মোট ১০৪টি ম্যাচ। ১১ জুন থেকে শুরু হতে চলা এই বিশ্বকাপের টিকিট কীভাবে কাটবেন? কবে থেকেই বা পাওয়া যাবে এই ম্যাচ গুলির টিকিট? সব তথ্য পাবেন এই প্রতিবেদনে...
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য এটাই হয়ত শেষ বিশ্বকাপ। অনুরাগীরা তাই তাদের ম্যাচ দেখার জন্য উন্মুখ থাকবেন। আর তাই আসর শুরুর প্রায় ১১ মাস আগে টিকিট বিক্রির দিনক্ষণ জানিয়ে দিল ফিফা। আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন গ্রহণ করা শুরু হবে। এ জন্য fifa.com/tickets ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে ফিফা। থার্ড পার্টির কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনলে সেটা বৈধ না–ও হতে পারে।
কোন ম্যাচের কত টাকা টিকিটের দাম?
উদ্বোধনী ম্যাচ: ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (৪২ হাজার ৮২০ টাকা থেকে ৮৫ হাজার ৬০০ টাকা)।
গ্রুপ পর্ব ও শেষ বত্রিশ পর্ব: ৮২ ডলার থেকে ২৫৯ ডলার (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা)।
শেষ ষোলো পর্ব: ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)।
কোয়ার্টার ফাইনাল: ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)।
সেমিফাইনাল: ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)।
ফাইনাল: ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।
যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজ: একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ—সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)।
যুক্তরাষ্ট্র চার ম্যাচের সিরিজ প্যাকেজ: একাধিক ভেন্যুতে ৪টি গ্রুপ পর্বের ম্যাচ—সর্বনিম্ন দাম ৫ হাজার ৩০০ ডলার (৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)।
ফলো মাই টিম (নিজ দলের ম্যাচ) সিরিজ প্যাকেজ: নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল ছাড়া)—সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।