Indian Football Team: বাদ সঞ্জয়, ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কে?

ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচ হওয়ার জন্য একাধিক আবেদন জমা পড়েছিল। তবে সবাইকে ছাপিয়ে এগিয়ে খালিদ জামিলই (Khalid Jamil)। বড় দল মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গলে (East Bengal) একটা সময় কোচিং করিয়েছেন। ফলে চাপ কীভাবে নিতে হয় সেটা তিনি ভাল ভাবেই জানেন। পাশাপাশি গত মরসুমে জামসেদপুর এফসি-র সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দারুণ সামলেছেন। অন্যান্য বিদেশি কোচেদের তুলনায় পারিশ্রমিকও বেশ কম। ফলে আর্থিক সমস্যায় জর্জরিত ফেডারেশন তাঁকে পেলে হাফ ছেড়ে বাঁচবে। 

Advertisement
বাদ সঞ্জয়, ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কে?প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল

ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচ হওয়ার জন্য একাধিক আবেদন জমা পড়েছিল। তবে সবাইকে ছাপিয়ে এগিয়ে খালিদ জামিলই (Khalid Jamil)। বড় দল মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গলে (East Bengal) একটা সময় কোচিং করিয়েছেন। ফলে চাপ কীভাবে নিতে হয় সেটা তিনি ভাল ভাবেই জানেন। পাশাপাশি গত মরসুমে জামসেদপুর এফসি-র সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দারুণ সামলেছেন। অন্যান্য বিদেশি কোচেদের তুলনায় পারিশ্রমিকও বেশ কম। ফলে আর্থিক সমস্যায় জর্জরিত ফেডারেশন তাঁকে পেলে হাফ ছেড়ে বাঁচবে। 

তিন জনের নাম পাঠিয়েছে টেকনিক্যাল কমিটি
কোচেদের সম্ভাব্য তালিকায় যেমন পরিচিত কোচেরা ছিলেন, তেমনই ছিল বেশকিছু হেভিওয়েট নাম। কিন্তু, ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনজনকে বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় খালিদ জামিল ছাড়াও রয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্টেফান তারকোভিচ। তবে, কিছুটা অপ্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন সঞ্জয় সেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল। জানিয়েছেন, অনেকের জীবনপঞ্জী জমা পড়লেও স্কুটিনি করে তাঁদের মধ্যে থেকে তিন জনের নাম পাঠিয়েছে টেকনিক্যাল কমিটি। সুব্রত আরও বলেন, যে তিনজনের নাম পাঠানো হয়েছে, তাঁদের দক্ষতা সম্পর্কে সবাই জানে। তিনি মনে করেন, জাতীয় দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁদের রয়েছে।

খালিদ জামিল
খালিদ জামিল

বাদ সঞ্জয় সেন
তিনজনের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হলেও টেকনিক্যাল কমিটির একটা পক্ষ চাইছে খালিদ। জামিলকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে। এআইএফএফ-এর আর্থিক প্রস্তাব যদি খালিদের পছন্দ হয়, তাহলে তাঁর কাঁধেই উঠবে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব। সেক্ষেত্রে, সুখবিন্দর সিংয়ের পরে ফের একবার কোনও ভারতীয় কোচ সুনীল-মহেশদের হেডস্যার হবেন। 

স্টিফেন কি ফিরবেন?
জানা যাচ্ছে, খালিদের পাশাপাশি ফেডারেশনের অন্য একটা অংশ চাইছে স্টিফেন কনস্ট্যানটাইনকে দায়িত্ব দিতে। তবে, বেতন একটা বড় সমস্যা ফেডারেশনের। এবার তাই পারিশ্রমিক নিয়ে কোচদের সঙ্গে কথা বলবে এআইএফএফ। তারপরেই চূড়ান্ত হবে সুনীলদের নয়া কোচের নাম।

Advertisement

POST A COMMENT
Advertisement