মোহনবাগান সুপার জায়েন্টের সামনে ডাবল করার সুযোগ। আজ যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে গারাতে পারলেই আইএসএল লিগ শিল্ড জেতার পর, এবার লক্ষ্য আইএসএল ট্রফি। মোহনবাগান এবার ফাইনালে বেঙ্গালুরুকে হারাতে পারলে কাপ জয়ের সঙ্গে মোটা টাকা আর্থিক পুরস্কারও ঘরে তুলবে।
তবে এবারে ঠিক কত টাকা চ্যাম্পিয়ন দল পাবে সেটা এখনও এফএসডিএল না জানালেও, তবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি কত টাকা পেয়েছিল সেটা থেকেই এবারের পুরস্কারমূল্যের আন্দাজ পাওয়া যায়। চ্যাম্পিয়ন হলে মোহনবাগান কত টাকা পেতে পারে, দেখে নেওয়া যাক হিসাব। জেনে নেওয়া যাক রানার্স দলের পকেটে ঢুকবে কত টাকা।
আইএসএলে কাদের কত টাকা প্রাইজ মানি দেওয়া হয়
আইএসএলে ২০২১-২২ মরশুম থেকে শিল্ডজয়ীদের দেওয়া হয় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, নক-আউটের আগে লিগ চ্যাম্পিয়ন হওয়া দল পায় এই পরিমাণ অর্থ। ফাইনালের বিজয়ী দল অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় আলাদা করে ৬ কোটি টাকা। আইএসএলের রানার্স দল, অর্থাৎ ফাইনালে হেরে যাওয়া দলকে দেওয়া হয় ৩ কোটি টাকা। আইএসএলের সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলকে দেওয়া হয় ১ কোটি ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার।
অর্থাৎ, লিগ শিল্ডজয়ী (৩.৫ কোটি), চ্যাম্পিয়ন (৬ কোটি), রানার্স (৩ কোটি) ও দুই সেমিফাইনালিস্ট (১.৫+১.৫) মিলিয়ে আইএসএলে মোট আর্থিক পুরস্কার দেওয়া হয় ১৫.৫ কোটি টাকা। মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জিতে ইতিমধ্যেই নিশ্চিত করেছে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। তারা যদি শনিবার যুবভারতীর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয়, তবে আরও ৬ কোটি অর্থাৎ, (৩.৫+৬) মোট ৯.৫ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে। ফাইনালে হেরে গেলে বেঙ্গালুরু এফসি পাবে ৩ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল জামশেদপুর এফসি ও এফসি গোয়া ১ কোটি ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার নিশ্চিত করেছে।