Ballon d'Or Rodri: ব্যালন ডি'অর পেলেন ম্যাঞ্চেস্টার সিটি-র রড্রি, ফুটবলের সর্বোচ্চ খেতাবে স্পেনের দাপট

Rodri: প্রিমিয়ার লিগ ও ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন রড্রি দ্বিতীয় মিডফিল্ডার, যিনি  ব্যালন ডি'অর  পেলেন। এর আগে প্রথম মিডফিল্ডার হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন লুকা মদ্রিচ। ২০২৩-২৪ সিজনে দুর্দান্ত পারফর্ম্যান্স রড্রির। তিনি যে  ব্যালন ডি'অর খেতাবের দৌড়ে প্রথম দিকে রয়েছেন, তা আগেই আন্দাজ করেছিল ফুটবল বিশ্ব।

Advertisement
ব্যালন ডি'অর পেলেন ম্যাঞ্চেস্টার সিটি-র রড্রি, ফুটবলের সর্বোচ্চ খেতাবে স্পেনের দাপটরড্রি পেলেন ব্যালন ডি অর
হাইলাইটস
  • ২০২৩-২৪ সিজনে দুর্দান্ত পারফর্ম্যান্স রড্রির
  • শুধু ক্লাবেই নয়, দেশের হয়েও দুর্দান্ত সফল রড্রি
  • ডি'অর খেতাবে দীর্ঘদিন আধিপত্য ছিল মেসি, রোনাল্ডোর 

ইতিহাসের পাতায় ম্যাঞ্চেস্টার সিটি। সৌজন্যে স্পেনের ফুটবলার রড্রি। এ বছর ব্যালন ডি'অর (Ballon d'Or) পেলেন স্পেনের ফুটবলার রড্রি। তিনি খেলেন ম্যাঞ্চেস্টার সিটিতে। ফলে এই প্রথম ম্যাঞ্চেস্টার সিটি-র কোনও প্লেয়ার ফুটবল বিশ্বের সর্বোচ্চ খেতাব  ব্যালন ডি'অর পেলেন। প্যারিসে চোখ ধাঁধানো ইভেন্টে রিয়েল মাদ্রিদের ভিনিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে পিছনে ফেলে  ব্যালন ডি'অর খেতাব জিতে নিলেন রড্রি।

২০২৩-২৪ সিজনে দুর্দান্ত পারফর্ম্যান্স রড্রির

প্রিমিয়ার লিগ ও ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন রড্রি দ্বিতীয় মিডফিল্ডার, যিনি  ব্যালন ডি'অর  পেলেন। এর আগে প্রথম মিডফিল্ডার হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন লুকা মদ্রিচ। ২০২৩-২৪ সিজনে দুর্দান্ত পারফর্ম্যান্স রড্রির। তিনি যে  ব্যালন ডি'অর খেতাবের দৌড়ে প্রথম দিকে রয়েছেন, তা আগেই আন্দাজ করেছিল ফুটবল বিশ্ব। পরপর চারবার প্রিমিয়ার লিগ জেতা ম্যাঞ্চেস্টার সিটি-তে বড় ভূমিকা রয়েছে রড্রির। প্রিমিয়ার লিগে একাই ৮টি গোল করেছেন। এছাড়াও ৯টি গোল করিয়েছেন।

শুধু ক্লাবেই নয়, দেশের হয়েও দুর্দান্ত সফল রড্রি

পরিসংখ্যান দেখলে, রড্রি এক ম্যাচে ৮৫.৬৩ পাস দেন এবং প্রত্যেকটি নিখুঁত। শুধু ক্লাবেই নয়, দেশের হয়েও দুর্দান্ত সফল রড্রি। স্পেনের Euro 2024 জেতার পিছনে রড্রির ভূমিকা অসামান্য। ২০২৩-২৪ সিজনে তিনি প্রিমিয়ার লিগ জমিতেছেন ম্যাঞ্চেস্টার সিটি-র হয়ে।  UEFA Super Cup ও FIFA Club World Cup-ও জমিতেছেন রড্রি। ফলে স্বাভাবিক ভাবেই ২০২৪ সালের  ব্যালন ডি'ওর খেতাব পাওয়ার দৌড়ে তাঁর নাম ছিল সবার আগে। ম্যাঞ্চেস্টার সিটি-র ম্যানেজার পেপ গুয়ের্দিওলা তো রড্রির খেলার প্রশংসায় পঞ্চমুখ। 

ডি'অর খেতাবে দীর্ঘদিন আধিপত্য ছিল মেসি, রোনাল্ডোর 

ব্যালন ডি’অরে দীর্ঘদিন দাপট ছিল মেসি ও রোনাল্ডোর। গতবারও এই পুরস্কার পেয়েছিলেন আর্জেন্টিনার তারকা। মাঝে করিম বেঞ্জিমা ও লুকা মদ্রিচও ব্যালন ডি’অর পেয়েছেন। কিন্তু ১৬ বছর এই পুরস্কারের কোনও বিভাগেই নাম ছিল না মেসি ও রোনাল্ডোর। বরং ভিনিসিয়াসকেই ব্যালন ডি’অরের দাবিদার বলে মনে করছিল ফুটবলবিশ্ব। গত মরশুমে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও সুপারকোপা জিতেছেন। সব মিলিয়ে ৩১টা গোলও করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

Advertisement

POST A COMMENT
Advertisement