Mohammedan Sporting vs Odisha FC: ইস্টবেঙ্গলের ভাগ্য অন্য দলের হাতে, আজ ওড়িশা জিতলে কী হবে? প্লে অফের অঙ্ক রইল

ওড়িশা এফসির বিরুদ্ধে আজ নামছে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ প্লে অফের লড়াইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে ঘরের মাঠে ওড়িশা জিতে গেলে ইস্টবেঙ্গলের প্লে অফের আশা আরও ক্ষীণ হবে। তাই এই ম্যাচে মহমেডান জিতুক চাইবেন লাল-হলুদ সমর্থকরা। কারণ ওড়িশা জিতলে ২৩ ম্যাচে ৩১ পয়েন্টে পৌঁছে যাবে। পরের ম্যাচ জিতলেও ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট পাবে লাল-হলুদ। তারা সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছাতে পারবে। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি ছয় নম্বরে।

Advertisement
ইস্টবেঙ্গলের ভাগ্য অন্য দলের হাতে, আজ ওড়িশা জিতলে কী হবে? প্লে অফের অঙ্ক রইলমহমেডান ও ইস্টবেঙ্গল সমর্থক

ওড়িশা এফসির বিরুদ্ধে আজ নামছে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ প্লে অফের লড়াইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে ঘরের মাঠে ওড়িশা জিতে গেলে ইস্টবেঙ্গলের প্লে অফের আশা আরও ক্ষীণ হবে। তাই এই ম্যাচে মহমেডান জিতুক চাইবেন লাল-হলুদ সমর্থকরা। কারণ ওড়িশা জিতলে ২৩ ম্যাচে ৩১ পয়েন্টে পৌঁছে যাবে। পরের ম্যাচ জিতলেও ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট পাবে লাল-হলুদ। তারা সর্বোচ্চ ৩৩ পয়েন্টে পৌঁছাতে পারবে। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি ছয় নম্বরে।

কার্ড সমস্যায় নেই হুগো বুমোস আর মুর্তদা ফল। চোটে অনিশ্চিত দিয়েগো মরিসিও। ব্যক্তিগত সমস্যায় খেলবেন না আহমেদ জাহুও। এমন পরিস্থিতিতে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে মহামেডান। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে ওড়িশার মুখোমুখি হচ্ছে মহামেডান। আইএসএলে প্রথম সাক্ষাতে সের্জিও লোবেরার দল ফিরেছিল এক পয়েন্ট নিয়ে। তবে তাদের ডেরা থেকে পুরো পয়েন্ট নিয়ে ফেরাই পাখির চোখ সাদা-কালোর। দলের এক সদস্য বলছিলেন, 'হুগো ও ফলের মতো দু'জন বিদেশি নেই।'

পাশাপাশি যা শুনছি জাহুও খেলবে না। ফলে ওদের যে কিছুটা শক্তিক্ষয় হচ্ছে, বলাই বাহুল্য। আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।" তবে ওড়িশার এখনও সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা মাথায় রেখে কিছুটা সাবধানী শেষ পাঁচ ম্যাচে হারা মহামেডান। তাদের বক্তব্য, ওড়িশার কাছে এখন প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিলে চলবে না। ওড়িশার যেমন কার্ডের কাঁটা, মহামেডানে তেমন চোটের গেরো। ফিটনেস ইস্যুতে এই ম্যাচে নেই আদিঙ্গা এবং মহম্মদ ইরশাদ। 

তবে দলকে স্বস্তি দিয়ে কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন মিরজালল কাসিমভ। তিনি ফেরায় অনেকটাই শক্তিশালী হবে সাদা-কালো মাঝমাঠ। বৃহস্পতিবার দুপুরের ট্রেনে ভুবনেশ্বর গেলেন পদম ছেত্রীরা। তবে এদিন যাওয়ার আগে আর অনুশীলন করেননি না তাঁরা। বুধবার সকালে যুবভারতীতে ওড়িশা ম্যাচের শেষ প্রস্তুতি সেরেছে মহমেডান শিবির। 

Advertisement

POST A COMMENT
Advertisement