Mohun Bagan Super Giant: স্টুয়ার্টের পর আরও এক তারকার চোট, পঞ্জাব ম্যাচের আগে চিন্তায় মোহনবাগান

গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) পর মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবিরে নতুন চিন্তা দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) চোট। এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে হেরে কিছুটা হলেও ধাক্কা খেতে হয়েছে। স্কটিশ তারকা এখনও মাঠে নামতে পারেননি।কবে ফের তিনি নামবেন তা জানা যায়নি। 

Advertisement
স্টুয়ার্টের পর আরও এক তারকার চোট, পঞ্জাব ম্যাচের আগে চিন্তায় মোহনবাগান  mohun bagan

গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) পর মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবিরে নতুন চিন্তা দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos) চোট। এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে হেরে কিছুটা হলেও ধাক্কা খেতে হয়েছে। স্কটিশ তারকা এখনও মাঠে নামতে পারেননি।কবে ফের তিনি নামবেন তা জানা যায়নি। 

কেমন আছেন পেত্রাতোস
শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন দিমিত্রি। তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে বলে খবর। তবে সেই চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। রবিবার স্ক্যান করা হয়েছে দিমিত্রির চোটের জায়গায়। রাতের আগে পরিস্থিতি পরিষ্কার করে বলা সম্ভব নয়। পায়ে অস্বস্তি নিয়েই তিনি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। তবে দলীয় সূত্রে খবর, হাঁটতে তেমন অস্বস্তি হচ্ছে না অস্ট্রেলিয়ান বিশ্বকাপারের। সেটুকুই যা স্বস্তি সবুজ-মেরুন শিবিরে।

ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান
গোয়া ম্যাচ হারলেও, পঞ্জাব এফসি ও হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান। কারণ তারপরেই রয়েছে ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গলও দারুণ ছন্দে। ফলে ধীরে চল নীতিতে চলতে চাইছে হোসে মলিনার দল। ফিট না হলে কোনও ফুটবলারকে হঠাৎ নামিয়ে দিতে নারাজ তারা। কারণ ডার্বির আগে যে দুই ম্যাচ আছে তা কিছুটা হলেও সহজ। 

দিমিত্রি পেত্রাতোস
দিমিত্রি পেত্রাতোস



পেত্রাতোস খেলতে না পারলে স্ট্রাইকার কে হবেন?
এখন প্রশ্ন হল, স্টুয়ার্টের পর পেত্রাতোসও যদি পঞ্জাব ম্যাচ খেলতে না পারেন তা হলে, স্ট্রাইকার কে হবেন? কার থেকে গোল আশা করবেন সমর্থকরা। এবারের মোহনাবগান দলে তারকার অভাব নেই। জেসন কামিন্স আছেন বিকল্প হিসেবে। ফলে সমস্যা হওয়ার কথা নয় মলিনার। কামিন্স নিজেও একজন বিশ্বকাপার। বারবার মোহনবাগানকে গোল খরা থেকে বাঁচিয়ে নায়ক হয়েছেন। ফলে তাঁর দিকেই তাকিয়ে থাকবে গোটা দল।

এখনও শীর্ষে মোহনবাগান 
১২ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের মগডালে তারা। সমসংখ্যক ম্যাচ খেলে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির পয়েন্ট ২৪। মোহনবাগানকে হারিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়াও। ১২ ম্যাচে আর্মান্দো সাদিকুদের পয়েন্ট ২২। অর্থাৎ এক ম্যাচ হারলেই বদলে যেতে পারে গোটা অঙ্ক।    

Advertisement

POST A COMMENT
Advertisement