বৃহস্পতিবার থেকে সুপার কাপের (Super Cup 2025) জন্য অনুশীলন শুরু করল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, সুপার কাপে সেরা দল নামাবে না সবুজ-মেরুন। সহকারী কোচ বাস্তব রায়ের (Bastab Roy) অধীনে মূলত জুনিয়র দল নিয়েই নামবে তারা। এদিন অনুশীলনে দেখা গেল সেই ছবিই।
সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad), আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, ধীরাজ সিং, দীপেন্দু বিশ্বাস ছাড়া সিনিয়র দলের প্রায় কেউই ছিলেন না। তাঁদের সঙ্গেই অনুশীলন করলেন সুহেল ভাটরা। তবে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বেশিক্ষণ অনুশীলন করতে পারেনি মোহনবাগান। একই কারণে পুরোদমে অনুশীলন করতে পারল না ইস্টবেঙ্গলও। যুবভারতীতে পাশাপাশি মাঠে এদিন সামান্য সময়ের আগে-পরে অনুশীলনে নামে দুই ক্লাব। কিছুক্ষণ সিচুয়েশন প্র্যাকটিস করেই উঠে যান পিভি বিষ্ণুরা। এদিকে, সল ক্রেসপোর এমআরআই রিপোর্টে বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। তবে তাঁকে সুপার কাপে পাওয়া যাবে কি না, স্পষ্ট নয়।
কেন মূল দলের ফুটবলারদের খেলাবে না মোহনবাগান?
ভুবনেশ্বরে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। প্রচন্ড গরমে খেলতে হবে সবুজ-মেরুন ফুটবলারদের। সামনেই রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কঠিন লড়াই। তার আগে কোনও তারকা ফুটবলার চোট পেলে সমস্যা বাড়বে। তা ছাড়া লিগ শিল্ড জেতার পরেই এএফসি-তে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে মোহনবাগানের। ফলে এবারে সুপার জিতেও ট্রফি ছাড়া আলাদা করে কিছু পাওয়ার নেই। পাশাপাশি বিরাট মরসুম শেষ হওয়ার পর ক্লান্তিও একটা বড় ফ্যাক্টর। দুই টুর্নামেন্টের মাঝে কিছুটা সময় থাকলে হয়ত ফুটবলারদের কিছুটা ছুটি দেওয়া যেত। সেক্ষেত্রে ফুরফুরে মেজাজে সুপার কাপের লড়াইয়ে নামতে পারতেন তারা। তবে অত সময় নেই। এই কারণেই রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সঙ্গে নুনো রেইজকে নামিয়ে দিতে চাইছে মোহনবাগান।
নাম প্রত্যাহার চার্চিলের
সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল চার্চিল ব্রাদার্স। সুপার কাপে গোয়ার দলের প্রথম ম্যাচ ছিল মোহনবাগানের বিরুদ্ধে। ফলে চার্চিল যদি না খেলে, তাহলে প্রথম ম্যাচে ওয়াক ওভার পেয়ে যেতে পারে মোহনবাগান। যদিও এই বিষয়ে এআইএফএফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।