Mohun Bagan Super Giant Exclusive: ভুল ওয়েট ট্রেনিংয়েই তারকা ফুটবলারের চোট? ISL সেমিফাইনালের আগে বিস্ফোরক মোহনবাগান

আইএসএল সেমিফাইনালের আগে চিন্তা বাড়ল মোহনবাগান সুপার জায়েন্টের। চোট পেয়ে শিলং থেকে কলকাতায় ফেরত আসছেন মনবীর সিং। মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচের আগে চোট পাওয়ায় তাঁকে ফেরত আসতে হচ্ছে কলকাতায়। এপ্রিলের শুরুতেই আইএসএলের সেমিফাইনাল। তার আগে সমস্যায় পড়তে হল মোহনবাগানকে। ক্ষোভ উগরে দিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

Advertisement
ভুল ওয়েট ট্রেনিংয়েই তারকা ফুটবলারের চোট? ISL সেমিফাইনালের আগে বিস্ফোরক মোহনবাগানবিস্ফোরক মোহনবাগান
হাইলাইটস
  • কিছু দিনের মধ্যেই সেমিফাইনালে নামবে মোহনবাগান
  • তার আগেই চোট মনবীরের

আইএসএল সেমিফাইনালের আগে চিন্তা বাড়ল মোহনবাগান সুপার জায়েন্টের। চোট পেয়ে শিলং থেকে কলকাতায় ফেরত আসছেন মনবীর সিং। মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচের আগে চোট পাওয়ায় তাঁকে ফেরত আসতে হচ্ছে কলকাতায়। এপ্রিলের শুরুতেই আইএসএলের সেমিফাইনাল। তার আগে সমস্যায় পড়তে হল মোহনবাগানকে। ক্ষোভ উগরে দিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

বিস্ফোরক অভিযোগ মোহনবাগানের

২ দিন পরেও ভারতীয় দলের ফিজিওরা জানতেন না চোট লেগেছে মনবীরের। মোহনবাগান সূত্রের খবর, দুই দিন ১১০ কেজির জায়গায় ১২০ কেজি ওজন তোলানোয় এই চোট পেয়েছেন মনবীর। শোনা যাচ্ছে তাঁর হিপের নীচে চোট রয়েছে। গত মরসুমে ভারতীয় শিবিরে যাওয়ার পর, ছিটকে গিয়েছিলেন আশিক ক্রুনিয়ান। সেই সময়ও এমন ঘটনাই ঘটেছিল বলে দাবি মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। সেই কারণেই গোয়া ম্যাচের পর প্রেস কনফারেন্সে হোসে মলিনা বলেছিলেন, 'আশা করছি এবার মানেলোর ভারতীয় দল থেকে আমাদের দলের ফুটবলাররা সুস্থ অবস্থাতেই ফিরবেন।' 

সেটা সত্যি তো হলই না উল্টে, মোহনবাগানের এ মরসুমের তারকা ফুটবলার চোট পেয়ে বসলেন। যদিও, ভারতীয় টিম ম্যানেজমেন্টের অভিযোগ, 'চোট নিয়েই খেলতে এসেছিলেন মনবীর।' এই অভিযোগও সত্যি নয় বলে দাবি মোহনবাগানের। কারণ, মানেলোর এফসি গোয়া ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন মনবীর। সামনে থেকে তাঁর জাতীয় দলের ফুটবলারের ফিটনেস দেখেছেন কোচ। সেই মানেলোর তত্তবাবধানে থেকেও কী করে চোট পেলেন মনবীর?

 

সমস্যায় মোহনবাগান

মনবীরের চোট পাওয়ার ঘটনা সামনে আসতেই ধাক্কা খেয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। কারণ,  ৩ এপ্রিল নকআউট দুইয়ের বিজয়ীর ঘরের মাঠে খেলবে মোহনবাগান। দ্বিতীয় লেগ ৭ এপ্রিল যুবভারতীতে। অর্থাৎ হাতে বিশেষ সময় নেই। তাঁর চেয়েও বড় কথা হচ্ছে, যে অভিযোগ সামনে আনছে মোহনবাগান তাতে তো সত্যিই উদ্বেগের খরব। পারফর্ম্যান্সের ব্যাপারটা তো আছেই, পাশাপাশি একের পর এক ফুটবলার চোট পাওয়ার ঘটনা সমস্যায় ফেলছে ক্লাবদের। 

মনবীর সিং
মনবীর সিং

মনবীর দারুণ ছন্দে ছিলেন

মোহনবাগানের হয়ে আইএসএল-এর এই মরসুমে ২৩টা ম্যাচ খেলছেন মনবীর। করেছেন পাঁচটা গোল। আর করিয়েছেন চারটে। সুতরাং একটা দলের জন্য এমন ফুটবলার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা সকলেই জানেন। তবুও চোট পেতে হচ্ছে তারকাদের।   

Advertisement

ভারতীয় দলে কারা আছেন?
ভারতীয় দলের স্কোয়াডে রয়েছেন: আমরিন্দর সিং, গুরমিত সিং, বিশাল কাইথ, আশিস রাই, বরিস সিং থাংজাম, চিংলেনসানা সিং কোংশাম, হ্মিংথানমাওয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশান সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান, শুভাশীষ বোস, আশিক কুরুনিয়ান, আয়ুষ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফার্নান্ডেস, ব্রিসন ফার্নান্ডেস, জিকসন সিং থৌনাওজাম, লালেংমাওয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সুরেশ সিং ওয়াংজাম, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ।      

POST A COMMENT
Advertisement