ফুটবলের নিয়মে বিরাট বদল আসতে চলেছে। আর বল ধরে বেশি সময় নষ্ট করার সুযোগ পাবেন না গোলকিপাররা। শুক্রবার আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নতুন নিয়ম অনুমোদন করেছে। যা স্ট্রাইকারদের দারুণ খুশি করবে। সময় নষ্ট করার জন্য অনেক সময়ই বিভিন্ন গোলরক্ষক হাতে বেশি ক্ষণ বল রাখেন। রেফারিরা হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন। সেই নিয়মে এ বার বদল আসছে।
নতুন নিয়মে কী বদল?
এখন বল ধরলে গোলকিপাররা ছয় সেকেন্ড তা হাতে রাখতে পারেন। তার থেকে বেশি সময় বল হোল্ড করলে রেফারিরা প্রথমে গোলকিপারকে সতর্ক করেন, পরে হলুদ কার্ড দেন। ইনডিরেক্ট ফ্রিকিক পায় বিপক্ষ দল। বক্সের ভেতর থেকেই নেওয়া হয় সেই কিক। তবে এবার এই নিয়মেই বদল আসতে চলেছে বলে খবর। পরের মরসুম থেকে, গোলকিপাররা আট সেকেন্ড হাতে বল রাখতে পারবেন। আর সেই সময় বেরিয়ে গেলে, রেফারি কর্নারের নির্দেশ দেবেন বিপক্ষ দলকে। ফলে আরও কঠিন হতে চলেছে গোলকিপারদের জীবন।
এই মরসুমে বেশ কিছু লিগে আট সেকেন্ডের নিয়মটি পরীক্ষামূলক ভাবে কার্যকর করা হয়েছে। তা দেখে খুশি আইএফএবি। তাই ২০২৫-২৬ মরসুম থেকেই তারা নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও এক নিয়মে বদল
এ ছাড়া, ফুটবলে ভিডিয়ো সাপোর্ট (ভিএস) প্রযুক্তিও আগামী দিনে চালু করা হতে পারে। যে সব প্রতিযোগিতায় ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) রাখার সামর্থ্য নেই তারা এই প্রযুক্তির সাহায্য নিতে পারে। এই ক্ষেত্রে, রেফারির কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট দলের কোচ আবেদন করতে পারেন। রেফারি যদি ওই ঘটনার দৃশ্য আবার দেখে বুঝতে পারেন ভুল হয়েছে, তা হলে নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন। গোটা ম্যাচে দু’টি ‘চ্যালেঞ্জ’ পাবেন কোচেরা।
এখন ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে ভার চালু করার দাবি তুলতে দেখা গিয়েছে বিভিন্ন ক্লাবকে। তবে টাকার দোহাই দিয়ে বারবার পিছিয়ে এসেছে ভারতের ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ। তারা এবার ভিএস প্রযুক্তি আনেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।