Prabir Das Geetashree Roy: এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন প্রবীর-গীতশ্রী? বিরাট জল্পনার পর, যা জানালেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy)। প্রথম দিকে এই সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও, এখন খোলামেলা দু'জনেই। জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কেরলা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC) থেকে মুম্বই সিটি এফসিতে (Mumbai City FC) এসেছেন প্রবীর। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন রাইটব্যাক এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

Advertisement
বিয়ের পিঁড়িতে বসছেন প্রবীর-গীতশ্রী? বিরাট জল্পনার পর, যা জানালেন অভিনেত্রীপ্রবীর দাস ও গীতশ্রী রায়

দীর্ঘদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy)। প্রথম দিকে এই সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও, এখন খোলামেলা দু'জনেই। জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কেরলা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC) থেকে মুম্বই সিটি এফসিতে (Mumbai City FC) এসেছেন প্রবীর। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন রাইটব্যাক এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। 

দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন প্রবীর
২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে বিয়ে করেছিলেন ফুটবলার। বিয়ের কিছুদিন পরেই স্বামীর নামে ঘোলা থানায় গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়ে গিয়েছিল। শুধু তাই নয়,, প্রবীরের নামে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগও তুলেছিলেন তনুশ্রী। ‘বিতর্কিত’ ফুটবলারকে তাই নিজের জীবনে এনে ট্রোল হয়েছিলেন গীতশ্রী। কিন্তু এসবে একেবারে মাথা ঘামেতে যে রাজি নন টলিউডের তারকা। পরিস্কার জানিয়ে দেন, প্রবীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা কোনওটাই প্রমাণিত হয়নি। আর তিনি অতীত নয় বরং ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান। পাশাপাশি, প্রেমিককে ‘ভীষণ ভালো মানুষ’ বলেও বর্ণনা করেছিলেন গীতশ্রী।

কবে বিয়ে করছেন প্রবীর-গীতশ্রী?
আগামী বছরই বিয়েটা করে নেওয়ার ইচ্ছে রয়েছে তাঁদের। সঙ্গে শুভ বিবাহ অভিনেত্রী আরও বলেন, সমস্ত কিছুই ভগবানের ভরসায় ছাড়েন তিনি। কারণ ইশ্বরবিশ্বাসী গীতশ্রী বিশ্বাস করেন, তাঁর জন্য, তাঁদের জন্য যেটা ভালো, সেটাই হবে। 

গীতশ্রী রায়
গীতশ্রী রায়

প্রবীরের সঙ্গে কীভাবে শুরু হয়েছিল প্রেম?
জানা যায়, প্রথম প্রেমের প্রস্তাব এসেছিল প্রবীরের দিক থেকেই। ২০১৯ থেকেই নাকি গীতশ্রী রায়কে মেসেজ করতেন তারকা ফুটবলার। ২০২১-এর তাঁর মেসেজের উত্তর দেন গীতশ্রী। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব আর প্রেম। বর্তমানে যা চলছে, লং ডিসট্যান্সেই। কেরালায় থাকেন প্রবীর, আর গীতশ্রী কলকাতাতে। তবে, কাজের থেকে ছুটি নিয়ে মাঝেমধ্যেই প্রেমিকের কাছে ছুটে যান দেখা করতে। বয়সেও গীতশ্রী প্রবীরের থেকে ৩ বছরের বড়। তবে ভালোবাসা কবেই বা এসব বাধা মেনেছে।   

Advertisement

POST A COMMENT
Advertisement