Sanjiv Goenka On Lucknow Super Giants: লখনউ কেনার পেছনে মোহনবাগানের অনুপ্রেরণা? যা বললেন সঞ্জীব গোয়েঙ্কা

২০২১-২২ মরসুমে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giant) কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। এর আগেও আইপিএল-এ (IPL) দল ছিল তাঁর। রাইজিং পুনে সুপার জায়েন্ট খেলেছিল দুই মরসুম। লখনউ এখনও নতুন দল। প্রথমবার তারা প্লে ফে খেলার পর ২০২৩ মরসুমেও শেষ চারে উঠেছিল এই দল। তবে সেভাবে ফ্যানবেস এখনও তৈরি হয়নি। তবে কী লখনউ-এর দল কিনে ভুল করেছেন সঞ্জীব গোয়েঙ্কা? এক পডকাস্টে এই প্রশ্নের উত্তর দিয়েছেন কলকাতার শিল্পপতি। 

Advertisement
লখনউ কেনার পেছনে মোহনবাগানের অনুপ্রেরণা? যা বললেন সঞ্জীব গোয়েঙ্কা mohun bagan sanjiv goenka lucknow super giants

২০২১-২২ মরসুমে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giant) কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। এর আগেও আইপিএল-এ (IPL) দল ছিল তাঁর। রাইজিং পুনে সুপার জায়েন্ট খেলেছিল দুই মরসুম। লখনউ এখনও নতুন দল। প্রথমবার তারা প্লে ফে খেলার পর ২০২৩ মরসুমেও শেষ চারে উঠেছিল এই দল। তবে সেভাবে ফ্যানবেস এখনও তৈরি হয়নি। তবে কী লখনউ-এর দল কিনে ভুল করেছেন সঞ্জীব গোয়েঙ্কা? এক পডকাস্টে এই প্রশ্নের উত্তর দিয়েছেন কলকাতার শিল্পপতি। 

কী কারণে লখনউ-এর দল কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা?
২০২০ সালে মোহনবাগানের (Mohun Bagan Super Ginat) সঙ্গে যুক্ত হয় এটিকে। পরে ২০২৩ সালে সেই দলের নাম হয় মোহনবাগান সুপার জায়েন্ট। লখনউ কেনার পেছনে মোহনবাগানের অনুপ্রেরণাই কাজ করেছে বলে মনে করেন কলকাতার এই ব্যবসায়ী। তিনি বলেন, 'সময় লাগবে লখনউ সুপার জায়েন্টের ফ্যানবেস তৈরি হতে। আমার মনে হয়, সাত বছর সময় লাগতে পারে। তারপরেই ফ্যানদের উৎসাহ পাবে ক্রিকেটাররা।' গোয়েঙ্কা  বলেন, 'আমি এটা দেখেছি, মোহনবাগানের ক্ষেত্রে। যুবভারতী ক্রীড়াঙ্গনে অত সমর্থক যখন মোহনবাগানের হয়ে চিৎকার করে তখন আমি দেখেছি, ফুটবলাররা আরও উৎসাহে খেলতে শুরু করে। কিছুটা হলেও বাড়তি উদ্যোম পায়। আর সেটাই হবে লখনউ-এর ক্ষেত্রেও।'

দারুণ সফল মোহনবাগান সুপার জায়েন্ট
এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অন্যতম সেরা দল মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ দলের ফুটবলার থেকে কোচ সকলেই এক বাক্যে মেনে নেন। একাধিক বিশ্বকাপার, ভারতের সেরা ফুটবলারদের নিয়ে গড়া এই দল গতবার লিগ শিল্ড জিতেছে। শুধু তাই নয়, এবারেও সবুজ-মেরুন শীর্ষেই রয়েছে। বেঙ্গালুরু এফসি-র সঙ্গে চলছে লড়াই। এবারেও শিল্ড ধরে রাখতে মরিয়া মোহনবাগান।

কী অবস্থা লখনউ সুপার জায়েন্টের? 

লখনউ দল এবারের নিলামে ভাল দল গড়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারা তুলে নিয়েছে ঋষভ পান্তকে (Rishabh Pant)। এর আগে তিন মরসুম খেলে একবার প্লে অফে উঠলেও শিরোপা জিততে পারেনি লখনউ। ২০২২ মরসুমে জিতেছিল গুজরাত টাইটান্স। এর পরের মরসুমেও তারা প্লে খেলেছে। যদিও ২০২৪ মরসুমে তারা শেষ চারে উঠতে পারেনি।                

Advertisement

POST A COMMENT
Advertisement