
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ভুল উচ্চারণ মনসুখ মাণ্ডব্যর।মোদী সরকারের হস্তক্ষেপে কেটেছে আইএসএল জট। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের এই প্রিমিয়াম লিগ। মঙ্গলবার সব পক্ষের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়ে দিলেন, ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। কিন্তু তাল কাটল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নামের ভুল উচ্চারণে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন,'বাংলার মনীষীদের এরা অপমান করে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও জানে না'।
বুধবার এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে এবং ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তারপর সাংবাদিক বৈঠকে তিনি জানান,'আইএসএল হবে কিনা? হলেও কবে? এ নিয়ে অনিশ্চয়তা ছিল। ফুটবল ফেডারেশন এবং ফুটবল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে সরকারের। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের আইএসএল'।
ওই সাংবাদিক বৈঠকেই বাংলার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান বলতে গিয়ে ভুল উচ্চারণ করেন মাণ্ডব্য। দুই ক্লাবকে বলেন, 'মোহন বেগান, ইস্ট বেগান'। ক্রীড়ামন্ত্রীর ভাষণের এই অংশটি ভাইরাল নেটমাধ্যমে। নেটিজেনরা বলছেন, দেশের ক্রীড়ামন্ত্রী যখন শতাব্দী প্রাচীন দুই ফুটবল ক্লাবের নাম জানেন না, তখন বোধগম্য দেশের ফুটবলের কী অবস্থা! কেউ লিখেছেন,'সত্যিই উনি দেশের ক্রীড়ামন্ত্রী?'



কুণাল ঘোষের প্রতিক্রিয়া,'কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখে দেখেও মোহনবাগান, ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে পারছেন না। বাংলার দুই ক্লাব শতাব্দী প্রাচীন। জাতীয় ক্লাব মোহনবাগান, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। এই নামগুলো জানেন না! মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ভারতবর্ষের ফুটবলকে ঊজ্জ্বল করেছে। এরা বাংলার মনীষীদের অপমান করে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও জানে না! এদের চিনে রাখুন। এরা বাংলা বাঙালির নিজের হতে পারেন না। ক্রীড়ামন্ত্রী মনে হয় প্রথমবার মোহনবাগান, ইস্টবেঙ্গলের নাম জানলেন'।