Sunil Chhetri : ISL বন্ধ হওয়ায় উদ্বিগ্ন সুনীল ছেত্রী, টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বার্তা ভারতীয় অধিনায়কের

এই মরসুমের জন্য আইএসএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক এফএসডিএলের তরফে ক্লাবগুলোকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে। ফলে ঘোর অনিশ্চয়তায় ক্লাবগুলো। এই পরিস্থিতিতে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

Advertisement
ISL বন্ধ হওয়ায় উদ্বিগ্ন সুনীল, টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বার্তা ভারতীয় অধিনায়কের Sunil Chhetri
হাইলাইটস
  • ISL বন্ধ হওয়া নিয়ে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী
  • দেশের অনেক খেলোয়াড়ের মতো তিনিও উদ্বিগ্ন

এই মরসুমের জন্য আইএসএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক এফএসডিএলের তরফে ক্লাবগুলোকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে। ফলে ঘোর অনিশ্চয়তায় ক্লাবগুলো। এই পরিস্থিতিতে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দেশের অনেক খেলোয়াড়ের মতো তিনিও উদ্বিগ্ন। জানালেন সমাজ মাধ্যমে। 

সুনীল ছেত্রী জানান, তিনি ক্লাবের বাকি স্টাফ, ফিজিওদের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছেন। সেজন্য উদ্বিগ্ন ও ভীত। লেখেন, 'কিছুদিন আগে খবর পেলাম প্রাক মরসুম প্রস্তুতি এক পক্ষকাল পিছিয়েছে। তখন হেসেছিলাম। কারণ তখনও আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। খাওয়া-দাওয়ার উপর রাশ টানিনি। এটা ভেবে আনন্দ হয়েছিল যে, আমি আর কিছুটা সময় আরও পেয়ে যাব।' 

কিন্তু তাঁর এই মনোভাবের জন্য সুনীল নিজেকে দোষারোপ করে সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি পরে বুঝতে পারেন, তাঁর আরও সময় পাওয়ার জন্য আনন্দিত হওয়াটা আসলে স্বার্থপরের মতো আচরণ ছিল। তিনি লেখেন, 'সেই এক পক্ষকালটা এখন অনির্দিষ্টকালে পরিণত হয়েছে। বিভিন্ন খেলোয়াড় ও ক্লাবের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, আমার সমস্যাটা ততটাও গুরুত্বপূর্ণ নয়।' 

ISL স্থগিত রাখার জেরে ভারতীয় ফুটবলে যে তার প্রভাব পড়বে তা স্বীকার করে নেন সুনীল। তিনি লেখেন, 'ভারতীয় ফুটবলের অবস্থা উদ্বেগজনক। আমি খেলোয়াড়া, কর্মী, ফিজিওদের থেকে অনেক মেসেজ পেয়েছি। তাঁরা চিন্তিত। আমরা যে ইকোসিস্টেমে রয়েছি সেটা চিন্তার বিষয়। যা ভীতির সঞ্চান করে।' 

সুনীল ছেত্রীর বার্তা
সুনীল ছেত্রীর বার্তা

ISL শুরু হওয়া যে গুরুত্বপূর্ণ সেই কথা স্বীকার করে নিয়ে সুনীলের মত, সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। ফুটবল শুরু করার জন্য এর সঙ্গে যুক্ত কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি। লেখেন, 'আমি জানি এই খেলার সঙ্গে জড়িত কর্মকর্তারা সমাধান খোঁজার চেষ্টা করছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের প্রতি আমার বার্তা, শান্ত থাকুন। একসঙ্গে মোকাবিলা করতে হবে। একে অপরের পাশে দাঁড়ান। প্রশিক্ষণ চালিয়ে যান। ফুটবল ফের শুরু হবে।'

Advertisement

২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ফেডারেশনের চুক্তি হয়েছিল এফএসডিএলের। নিয়ম অনুযায়ী এই মরসুমে আইএসএল শুরু হলে তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। কিন্তু চুক্তি শেষ ডিসেম্বরে। এখানেই সূত্রপাত সমস্যার। গত ১১ জুলাই ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে এফএসডিএল জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। তাই নতুন করে চুক্তি সই  না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আয়োজন করা সম্ভব নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পরই নতুন কমিটি তৈরি করা যেতে পারে। তারপরই ফের চুক্তি হতে পারে। আর তা সময় সাপেক্ষ বিষয় বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 

POST A COMMENT
Advertisement