Super Cup Schedule: সুপার কাপে সহজ প্রতিপক্ষ মোহনবাগানের, কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?

সুপার কাপের (Super Cup 2025) সূচি ঘোষণা হয়ে গেল। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ কে তা ঠিক না হলেও, গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রতিপক্ষের নাম কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। কারণ তারা শেষ করেছে ৮ নম্বরে। প্রথমে আইএসএল-এর প্লে অফে যেতে না পারা, তারপর আবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও ব্যর্থতা। তাই সুপার কাপকেই পাখির চোখ করছেন কোচ অস্কার ব্রুজো।

Advertisement
সুপার কাপে সহজ প্রতিপক্ষ মোহনবাগানের, কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?east bengal vs mohun bagan

সুপার কাপের (Super Cup 2025) সূচি ঘোষণা হয়ে গেল। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) প্রতিপক্ষ কে তা ঠিক না হলেও, গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রতিপক্ষের নাম কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। কারণ তারা শেষ করেছে ৮ নম্বরে। প্রথমে আইএসএল-এর প্লে অফে যেতে না পারা, তারপর আবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালেও ব্যর্থতা। তাই সুপার কাপকেই পাখির চোখ করছেন কোচ অস্কার ব্রুজো।

এএফসি চ্যালেঞ্জ লিগের অভিযান শেষ করে বৃহস্পতিবার রাতে শহরে ফিরেছে ইস্টবেঙ্গল। আপাতত কোচ অস্কার ব্রুজো ফুটবলারদের বেশ কিছুদিন বিশ্রাম দিয়েছেন। অধিকাংশ বিদেশি ফুটবলারই চলে গিয়েছেন দেশে। ক্লেটন সিলভা ও মেসি বাউলি এখনও কলকাতায় থাকলেও তাঁরাও চলে যাবেন। ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। ১৩টা আইএসএল-এর দোলের পাশাপাশি ৩টে আই লিগের দলও খেলবে এই টুর্নামেন্টে। 

গতবারের সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এর মাধ্যমেই ১২ বছরের সর্বভারতীয় ট্রফি জেতার খরা কাটে। বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থক থেকে ফুটবলাররা। এবারেও ফের নামছে লাল-হলুদ। আশায় বুক বাধছেন সমর্থকরা। এখনও পর্যন্ত এ মরসুমে ইস্টবেঙ্গল কোনও ট্রফি ঘরে তুলতে পারেনি। সুপার কাপ দিয়ে কি সেই খরা কাটবে? কার্লেস কুয়াদ্রাত যা পেরেছিলেন, সেটা কি ফের করতে পারবেন অস্কার ব্রুজো?

সুপার কাপের জন্য ব্রুজো চাইছেন, মার্চের শেষ থেকে আবার প্রস্তুতি শুরু করতে। অন্যদিকে শুক্রবার কলকাতা থেকেই শিলংয়ে জাতীয় শিবিরে চলে গেলেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার জিকসন সিং ও নাওরেম মহেশ সিং। এএফসি চ্যালেঞ্জ লিগের জোনাল সেমিফাইনালে না যেতে পারায় যথেষ্টই হতাশ অস্কার ব্রুজো। আইএসএলের শেষ দিক থেকে দল ধীরে ধীরে উন্নতি করায় সুপার কাপ নিয়ে আশাবাদী তিনি।

তবে আই লিগের নিষ্পত্তি না হওয়ায় প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের প্রতিপক্ষ কে তা জানা যায়নি।    

Advertisement

POST A COMMENT
Advertisement