Indian Football: ISL হবে? সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি মঞ্জুরে আশার আলো

এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে মাস্টার রাইট চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষেই। তবে চুক্তি শেষ হলেও, সেই চুক্তি নবীকরণের কোনওরকম চিন্তাভাবনা নেই দুই পক্ষের। যার ফলে দেশের সর্বোচ্চ লিগ, আইএসএলের ভবিষ্যৎও কার্যত অনিশ্চয়তার দিকেই। আর সে কারণেই দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল ফেডারেশন। শুক্রবার সেই মামলার শুনানি।

Advertisement
ISL হবে? সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি মঞ্জুরে আশার আলোআইএসএল

এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে মাস্টার রাইট চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের শেষেই। তবে চুক্তি শেষ হলেও, সেই চুক্তি নবীকরণের কোনওরকম চিন্তাভাবনা নেই দুই পক্ষের। যার ফলে দেশের সর্বোচ্চ লিগ, আইএসএলের ভবিষ্যৎও কার্যত অনিশ্চয়তার দিকেই। আর সে কারণেই দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল ফেডারেশন। শুক্রবার সেই মামলার শুনানি। 

আর সেই কারণে ইতিমধ্যেই সিনিয়র দলের সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছে আইএসএলের কয়েকটি ক্লাব। তাদের বক্তব্য, যদি সমস্যার সমাধান না হয়, তাহলে নিজেদের কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে বাধ্য হবে ক্লাবগুলি। ফুটবলার এবং লিগের ভবিষ্যতের স্বার্থে এর আগেও দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এআইএফএফ এবং এফএসডিএল। তবে সুরাহা মেলেনি। কিন্তু সোমবার, নতুনভাবে এই মামলার শুনানি করতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২২শে আগস্ট হবে এই মামলার শুনানি।

এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে চিঠি দিয়ে আইএসএলের ১১টি ক্লাব জানিয়েছে, 'বিগত ১১ বছর ধরে ক্লবগুলি নিজেদের যাবতীয় উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান যা পরিস্থিতি, সেক্ষেত্রে সেই সকল পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। লিগের অনিশ্চয়তার কারণে বেশ কয়েকটি ক্লাবকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে দেশের ফুটবলের উন্নতির স্বার্থে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক'। 

এদিকে আইএসএল না হলে, এএফসি এবং ফিফা পরিচালিত লিগে প্রতিনিধিত্ব করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে ভারতীয় ক্লাবগুলিকে। যার ফলস্বরূপ এএফসি প্রতিযোগিতায় নির্বাসনের মুখেও পড়তে পারে ভারতীয় ক্লাবগুলি। এদিকে নতুন ভারতীয় কোচ খালিদ জামিলের অধীনে ২০২৫ সিএএফএ নেশনস কাপে খেলতে চলেছে ভারত। যেখানে গ্রুপ বি-তে জায়গা পেয়ে 'ব্লু টাইগার্সরা'। 

ভারত ছাড়াও, সেই গ্রুপে রয়েছে তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের মত দল। আগামী ২৯ তারিখ তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। তবে সমস্যা ব্বেড়েছে, সেই টুর্নামেন্টের আগে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল ফুটবলার না ছাড়ায়। ডুরান্ড কাপ চলায় ফুটবলার ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল। আর এক মাস পর এসিএল-২ তে খেলার জন্য ফুটবলার ছাড়তে চাইছে না মোহনবাগানও।  

Advertisement

POST A COMMENT
Advertisement