পুজোর ছুটি কাটিয়ে সোমবার থেকে অনুশীল্যান নমে পড়ল মোহনবাগান সুপার জায়েন্ট। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল তারা। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি জেসন কামিন্স জেমি ম্যাকলরেনরা। কিছুদিনের মধ্যেই আইএফএ শিল্ড এবং সুপার কাপ শুরু হবে। সেদিকেই পাখির চোখ বাগান কোচ জোসে মলিনার।
কেন অনুশীলনে নেই তারকারা?
ইরান সফর হবে না শুনেই ছুটি কাটাতে চলে গিয়েছেন জেসন কামিন্স ও জেমি ম্যাকলরেন। সময়মতো অনুশীলনে আসতে পারেননি ফ্লাইট দেরি হওয়ায়। এছাড়াও জাতীয় শিবিরে ডাক পাওয়ার জন্যে অনুশীলন অনুপস্থিত ছিলেন সাহাল আব্দুল সামদ, লিস্টোন কোলাসো, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট।
সমর্থকদের প্র্যাকটিস বয়কট
৯ অক্টোবর থেকে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ নামছে মোহনবাগান। আগে তাই প্রস্তুতি চালাচ্ছে সবুজ মেরুন শিবির। ইতিমধ্যেই বাগন সমর্থকরা ক্ষোভে ফেট পড়ছেন। সেপাহান এফসির বিরুদ্ধে ইরানে ফেলারে যেতে নারাজ ছিল বাগান তারকার। নিরাপত্তাজনিত কারণ ইরান সফর বাতিল হয়েছে তাদের, সেই কারণেই সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল চোখে পড়ার মতো। যাবতীয় বাধা বিপত্তিকে দূরে রেখে আসন্ন আইএফএ শিল্ড এবং সুপার কাপ ঘরে তুলতে মরিয়া বাগান কোচ জোসে মলিনা।
আপুইয়ার হাল্কা চোট
এদিন প্রথম থেকেই কড়া হাতেই অনুশীলন সাজিয়েছিলেন কোচ জোসে মোলিনা। মূলত শারীরিক কসরত এবং রিকভারি সেশন্তার উপর জোর দেওয়া হয়। কিছুটা শারীরিক কসরত এর পত্র দুটি দলে ভাগ কন্দ্র একটা নির্দিষ্ট সিকুয়েন্স মোন পাসিং ফুটবল চলে। তারপর শেষ মুহূর্তে দুটি দলে ভাগ হয়ে বেশ কিছুক্ষণ ম্যাচ। ফেলতেও দেখা যায় তাদের। খেলার মা ঘটে বিপত্তি। অনুশীলন চলাকালীন মনবীর সিং তার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন আপুইয়া। তবে সেভাবে গুরুতর চোট লাগেনি তার, আবারও কিছুক্ষণ পর অনুশীলনে ফেরেন তিনি।।
৯ তারিখ থেকে আইএফএ শিশুচ ফেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ গোকুলাম কেরালা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এবং ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে পরবর্তী ১৫ তারিখ কিশোর ভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান।
শিল্ডে মোহনবাগানের ম্যাচ
৯ অক্টোবর প্রতিপক্ষ গোকুলাম কেরালা
১৫ অক্টোবর প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।