East Bengal: নেইমারের বিরুদ্ধে খেলা ইস্টবেঙ্গলের সেলিস কবে আসছেন? এল বড় আপডেট

ডার্বির (Kolkata Derby) আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নেইমারের (Neymar) বিরুদ্ধে খেলা ভেনেজুয়েলার তারকা স্ট্রাইকার রিচার্ড সেলিস (Richard Enrique Celis Sanchez) সই করেছেন লাল-হলুদ ক্লাবে। তবে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতায় আসা হচ্ছে না সেলিসের। একে সল ক্রেসপো (Saul Crespo) নেই। মাদিহ তালাল (Madiah Talal) গোটা মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন। চার বিদেশি নিয়ে কাজ চালাতে হচ্ছে অস্কার ব্রুজোকে।

Advertisement
নেইমারের বিরুদ্ধে খেলা ইস্টবেঙ্গলের সেলিস কবে আসছেন? এল বড় আপডেট Richard Enrique Celis, neymar jr

ডার্বির (Kolkata Derby) আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নেইমারের (Neymar) বিরুদ্ধে খেলা ভেনেজুয়েলার তারকা স্ট্রাইকার রিচার্ড সেলিস (Richard Enrique Celis Sanchez) সই করেছেন লাল-হলুদ ক্লাবে। তবে মোহনবাগানের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতায় আসা হচ্ছে না সেলিসের। একে সল ক্রেসপো (Saul Crespo) নেই। মাদিহ তালাল (Madiah Talal) গোটা মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন। চার বিদেশি নিয়ে কাজ চালাতে হচ্ছে অস্কার ব্রুজোকে।

কবে আসতে পারেন সেলিস?
সূত্র মারফত জানা যাচ্ছে ভিসা সংক্রান্ত সমস্ত কাজ মিটিয়ে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার রিচার্ড সেলিসের কলকাতায় আসতে পরের সপ্তাহ হয়ে যাবে। অর্থাৎ আসন্ন কলকাতা ডার্বিতে সেলিসকে পাবেন না ইস্টবেঙ্গল। পাশাপাশি দলের মাঝমাঠের নির্ভরযোগ্য ফুটবলার সউল ক্রেসপোকে যে চোটের কারণে অন্তত আরও চার সপ্তাহ ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে, তা মঙ্গলবারই জানিয়েছেন অস্কার। 

রিচার্ড কেমন ফুটবলার?
শুধুমাত্র একজন স্ট্রাইকার হিসেবে নয়, লেফট উইঙ্গেও খেলতে পারেন রিচার্ড। সেলিস ভেনেজুয়েলার বেশ কয়েকটি শীর্ষ-স্তরের ক্লাব যেমন অ্যাটলেটিকো ভেনেজুয়েলা সিএফ, দেপোর্তিভো জেবিএল, কারাকাস এফসি এবং একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলোর প্রতিনিধিত্ব করেছেন, কলম্বিয়ার মিলোনারিওস এফসি এবং স্লোভাকিয়ার এফকে সেনিকা ছাড়াও। সেলিস অতীতে ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকায় ভেনেজুয়েলার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।

নেইমারের সঙ্গে সেলিস
নেইমারের সঙ্গে সেলিস

প্রশ্ন উঠছে ইমামির ভূমিকা নিয়ে
ইমামি ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে আসার পর থেকেই নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ধীরে চল নীতি নিয়েছিল লাল-হলুদ। ফলে মাঝে মধ্যেই সমস্যা হয়েছে। টানা পাঁচ বছর আইএসএল খেললেও শূন্য হাতেই ফিরতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আর এবার দলের দুই তারকা বিদেশি না থাকা সমস্যা ফেলেছে দলকে। প্রায় এক মাস মাত্র চার বিদেশি নিয়ে খেলছে ইস্টবেঙ্গল। অন্যান্য দল যখন একের পর এক বিদেশি সই করাচ্ছে, তখনও বিদেশি সই করাতে সময় নিয়ে ফেলেছে তারা। এর জেরে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তো বটেই, সমস্যা হচ্ছে প্লে অফের লড়াইয়ে টিকে  থাকার ক্ষেত্রেও।

Advertisement

POST A COMMENT
Advertisement