ডুরান্ডে খেলবেন না জয় গুপ্তা। খাতায়-কলমে, জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল দলে টেনে নিলেও ডুরান্ডে তাঁকে খেলাতে আগ্ৰহী নয় ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, সেই জন্যই নাকি দলের তরফে ঘোষণা করা হয়নি তাঁর যোগদানের কথা। কিন্তু চুক্তি পত্র সহ সমস্ত কিছু মিটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে অনায়াসেই খেলতে দেখা যাবে বছর তেইশের এই ফুটবলারকে।
একের পর এক তারকা ফুটবলারকে সই করিয়ে ইতিমধ্যেই চমক দিয়েছে ইস্টবেঙ্গল। যার মধ্যে জয় অন্যতম। এফসি গোয়াতে গত মরসুমে থাকলেও, খুব বেশি খেলার সুযোগ পাননি জয়। এবার লাল-হলুদে এসে তিনি সেই সুযোগ পাবেন বলেই আশাবাদী তিনি। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার। তবে সবদিক মাথায় রেখেই নাকি তাঁকে পেতে আগ্রহী হয়ে উঠেছিল ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব।
সময় এগোনোর সঙ্গে সঙ্গেই এই ভারতীয় ফুটবলারকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল। সেই কাজটাই শেষ পর্যন্ত করে ফেলেন কর্তারা। জানা গিয়েছিল যে প্রায় দেড় কোটি টাকারও বেশি ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ফুটবলারকে দলে টেনেছে অস্কার ব্রুজোর ফুটবল ক্লাব। তাঁর উপস্থিতি যে দলকে অনেকটাই শক্তিশালী করে তুলবে লাল-হলুদের রক্ষণভাগকে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে গত মরসুমে মানোলোর গোয়ার হয়ে নিজের প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি এই তারকা।
তবে শেষ অবধি, ইস্টবেঙ্গল বাজিমাত করে। কিছুদিন আগেই তাঁর সই করার খবর সরকারিভাবে জানিয়েও দিয়েছে ইস্টবেঙ্গল। তবে কবে জয় মাঠে নামবেন সে ব্যাপারে এখনও জানা যায়নি। পাশাপাশি তিনি এখনও কলকাতায় আসেননি। বুধবার থেকেই ডুরান্ড কাপ অভিযান শুরু করছে লাল-হলুদ। তবে মনে করা হচ্ছে জয়, আইএসএল-এর আগে দলে যোগ দেবেন। ডুরান্ড কাপে ভাল করতে পারলে, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আইএসএল-এর টুর্নামেন্টে নামতে পারবে ইস্টবেঙ্গল।