দলে বদল নেই। সবাই ফিট। ফুরফুরে ইস্টবেঙ্গল। এর মধ্যেই ওয়ার্ম আপের সময় দেখা গেল, জিকসন সিংকে নিয়ে আলাদা করে কিছুটা সময় কাটালেন দলের সহকারী কোচ বিনো জর্জ। কী বললেন তা বোঝা না গেলেও, মোহনবাগান সুপার জায়েন্টকে হারানোর নকশা তা বোঝা গেল। দেখে নিন ভিডিও