সোশ্যাল মিডিয়ায় আজ আনন্দ মহীন্দ্রা ঘোষণা করেছেন, ভারতীয় ক্রিকেট দলের হয়ে যে পাঁচজন ক্রিকেটার অভিষেক করেছেন, তাঁদের প্রত্যেককে একটা করে SUV গাড়ি উপহার দেবেন। সেইসঙ্গে গাড়ি উপহার দেবেন শার্দূল ঠাকুরকেও। যদিও এই সিরিজ়ের আগেই তাঁর টেস্টে ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্য়বধানে জয়লাভ করেছে। অসাধারণ পারফরম্যান্স করেছেন ভারতের তরুণ ক্রিকেটাররা। দেশের এই কোটিপতি ব্যবসায়ী তথা মহীন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আজ এই ঘোষণা করেছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক :
মহম্মদ সিরাজ :
মেলবোর্নে আয়োজিত বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছিল মহম্মদ সিরাজের। ভারতের হয়ে তিনি সবথেকে বেশি উইকেট শিকার করেছেন। তিন ম্যাচে তাঁর শিকার ১৩টি উইকেট। এরমধ্যে একটা ইনিংসে আবার পাঁচ উইকেটও রয়েছে। ব্রিসবেনে আয়োজিত এই ম্যাচেই ভারত জয়লাভ করেছিল।
নভদীপ সাইনি :
নতুন বছরের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল নভদীপ সাইনির। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সময় তিনি পায়ের পেশিতে চোট পান এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। ওই ইনিংসে তিনি কোনও উইকেট পাননি।
টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর :
গাব্বা টেস্টে অভিষেক হয়েছিল ওয়াশিংটন সুন্দর এবং থঙ্গরাসু নটরাজনের।
শার্দুল ঠাকুর :
ব্রিসেবেনে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেললেন শার্দূল ঠাকুর। তাঁকেও গাড়ি দেবেন বলে জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। ২০১৮ সালে হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শার্দূল মাত্র ১.৪ ওভার খেলার সুযোগ পেয়েছিলেন।
ব্রিসবেন টেস্টে শার্দূল গুরুত্বপূর্ণ ৬৭ রান করেন। পাশাপাশি এই ম্যাচে তিনি সাতটি উইকেটও শিকার করেছেন। আর সেকারণেই ভারত অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারাতে পেরেছে। ১৯৮৮ সালের পর এই প্রথমবার গাব্বায় কোনও টেস্ট ম্যাচ হারল অজ়ি ব্রিগেড।
শুভমান গিল
আনন্দ মহিন্দ্রার এই তালিকায় একমাত্র ব্যাটসম্যান হিসেবে রয়েছেন শুভমান গিল। বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক করেন শুভমান গিল। গত বছর মেলবোর্নে এই টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল। এরপর গোটা সিরিজ়ে তাঁর ব্যাটিং দেখে সকলেই মুগ্ধ হয়ে গেছেন। তিনটে ম্যাচে তিনি মোট ২৫৯ রান করেছেন। গড় ৫১.৮০। এরমধ্যে দুটো হাফসেঞ্চুরিও রয়েছে।