scorecardresearch
 
Advertisement
খেলা

বাড়ি ফেরার পর সবার আগে এই কাজটাই করতে চান গিল, জানালেন খুল্লামখুল্লা

শুভমান গিল
  • 1/10

ভারতের তরুণ ওপেনার শুভমান গিল ভারতে ফিরেই আগে ধন্যবাদ জানালেন দেশের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকে। কারণ যুবরাজই তাঁকে হাতে ধরে ব্যাটিংটা শিখিয়েছেন। পাশাপাশি, গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য যুবিই তাঁকে প্রস্তুত করেছিলেন।

শুভমান গিল
  • 2/10

বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক করেন শুভমান গিল। গত বছর মেলবোর্নে এই টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল। এরপর গোটা সিরিজ়ে তাঁর ব্যাটিং দেখে সকলেই মুগ্ধ হয়ে গেছেন। তিনটে ম্যাচে তিনি মোট ২৫৯ রান করেছেন। গড় ৫১.৮০। এরমধ্যে দুটো হাফসেঞ্চুরিও রয়েছে।

শুভমান গিল
  • 3/10

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা আবিষ্কার হলেন শুভমান। অস্ট্রেলিয়ার মাটিতে ছ'টি ইনিংসে তাঁর ব্যাট থেকে শটের বহু বৈচিত্র্য দেখতে পাওয়া গেছে। যখনই তিনি ব্যাট করতে নেমেছেন, অজ়ি পেসারদেরই মূলত সামলাতে হয়েছে।

Advertisement
শুভমান গিল
  • 4/10

বিশেষ করে শর্ট বলের বিরুদ্ধে তাঁর ব্যাটিং টেকনিক সকলকে মুগ্ধ করেছে। যুবরাজই তাঁকে এই সিরিজ়ের জন্য এভাবে তৈরি করেছিলেন।

শুভমান গিল
  • 5/10

টাইমস অফ ইন্ডিয়াকে গিল বলেছেন, "আইপিএল শুরু হওয়ার আগে যুবি পাজি'র সঙ্গে ক্যাম্পটা খুব কাজে দিয়েছে। এই ক্যাম্প চলাকালীন তিনি চিন মিউজ়িকের জন্য আমাকে প্রস্তুত করেছিলেন। প্রতিদিন উনি আমাকে বিভিন্ন অ্যাঙ্গল থেকে কমপক্ষে ১০০টা করে শর্ট বল করতেন। আমার মনে হয়, এটাই সবথেকে বেশি কাজে এসেছে।"

শুভমান গিল
  • 6/10

অস্ট্রেলিয়ার মাটিতে খুব সহজেই শুভমান প্যাট কামিন্স, জস হ্যাজ়েলউড, মিশেল স্টার্ক এবং নাথান লিয়নের মতো বোলারদের সামলেছেন। দেখে মনেই হচ্ছিল না যে এর আগে তিনি কখনও টেস্ট ক্রিকেট খেলেননি। তবে ২১ বছর বয়সি এই ক্রিকেটার স্বীকার করেছেন, মেলবোর্নে প্রথম টেস্ট খেলতে নামার সময় তিনি কিছুটা নার্ভাস ছিলেন।

শুভমান গিল
  • 7/10

তিনি বললেন, "এখন বেশ ফুরফুরে লাগছে। ভারতীয় ক্রিকেট দলে অভিষেক করতে পেরে যথেষ্ট স্বস্তিতে আছি। তবে শুরুতে কিছুটা হলেও নার্ভাস ছিলাম আমি।"

Advertisement
শুভমান গিল
  • 8/10

তবে সেঞ্চুরি মিস করার আক্ষেপ যায়নি গিলের

ব্রিসবেন টেস্টে ৩২৮ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানের জন্য কেরিয়ারের প্রথম শতরানটি মিস করেন শুভমান। এরপর তাঁর বাবাও হতাশ হয়ে পড়েছিলেন। বাবার এই আক্ষেপের সুর শোনা গেল শুভমানের গলাতেও। তিনি জানালেন, একটা শতরান হলে যেন ১৬ কলা পূর্ণ হত।

শুভমান গিল
  • 9/10

তিনি বললেন, "একটা শতরান করতে পারলে ১৬ কলা পূর্ণ হত। আমি উইকেটে যথেষ্ট থিতু হয়ে গিয়েছিলাম। আমার সেঞ্চুরিটা করা উচিত ছিল। তবে এটা ভেবে আপাতত আমার আনন্দ হচ্ছে যে দলের জয়ে আমি কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। এই সিরিজ়টা আমার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। আমি নিজের পারফরম্য়ান্স আরও উন্নত করতে চাই।" সেইসঙ্গে শুভমান আরও বললেন, "আমার পরবর্তী লক্ষ্য হল এই ফর্মটাকে ধরে রাখা। ইংল্যান্ড সিরিজ়টা আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আমি হারিয়ে যেতে চাই না। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং জোফ্রা আর্চার যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কিন্তু, সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত।"

শুভমান গিল
  • 10/10

সেই গতবছর সেপ্টেম্বর মাস থেকে বাড়ির বাইরে রয়েছেন শুভমান সহ ভারতীয় ক্রিকেট দলের অন্য তারকারা। প্রথমে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্ট। তারপর সেখান থেকেই নভেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়া উড়ে যাওয়া। আপাতত শুভমান বাড়ি ফিরেছেন। তাঁর আপাতত দুটো ইচ্ছে রয়েছে। এক, পরিবারের সঙ্গে সময় কাটানো। দুই, নিজের পছন্দের খাবার খাওয়া। শুভমান হাসতে হাসতে বললেন, "বাড়ির খাবারের জন্য আমি আপাতত মুখিয়ে রয়েছি। আগামী কয়েকটা দিন আমি শুধু বাড়িতেই থাকতে চাই এবং পছন্দের খাবারগুলো খেতে চাই।"

(প্রত্যেকটা ছবিই শুভমান গিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে)

Advertisement