কোপা আমেরিকার (Copa America) ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটেই একমাত্র গোলটি করেন দি মারিয়া। তারপর আর তা শোধ করতে পারেনি ব্রাজিল। যার জেরে নির্ধারিত সময়ের খেলাতেই জয় ছিনিয়ে নেয় মেসি বাহিনী। (ছবি সৌজন্য-কোপা আমেরিকা টুইটার)
এদিকে আর্জেন্টিনা ও ব্রাজিলের (Brazil Vs Argentina ) এই দ্বৈরথ দেখতে ভারতীয় সময় ভোর সাড়ে ৫টাতেই টিভি খুলে বসে পড়েন দু'দেশের সমর্থক তথা আপামর ফুটবল প্রেমিরা। (ছবি-হিমাদ্রী)
শুধু বাড়িতেই নয়, মেসি-নেইমারের লড়াই দেখতে বিভিন্ন ক্লাবেও জমে যায় ভিড়। কে জিতবে তাই নিয়ে ছিল টানটান উত্তেজনা। কিন্তু ৯০ মিনিটের পর ইনজিওরি টাইমের শেষে রেফারির লম্বা বাঁশি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা।
মেসি লেখা জার্সি গায়ে আর্জেন্টিনার পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে শুরু হয় জয়োৎসব। এমন খুশির দিনে অবশ্য মারাদোনাকেও ভোলেননি আর্জেন্টিনিয় সমর্থকেরা। বিভিন্ন জায়গায় দেখা যায় ফুটবলের রাজপুত্রের ছবিও।