scorecardresearch
 
Advertisement
খেলা

Copa America Final: ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে রেকর্ড ফাউল! ৯০ মিনিটে ৯টি হলুদ কার্ড

1
  • 1/8

আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ মানেই অন্যরকমের একটি লড়াই। শেষ পাঁচ ম্যাচ দেখতে গেলে কোপা আমেরিকা ২০২১ ফাইনালের আগে এই দ্বৈরথে শেষ ৫ বারের বেশিরভাগ জিতেছিল ব্রাজিল। কোপাতে এমনটাই ছিল ইতিহাস। এবার ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে জিতে নিলো সাম্বা ব্রিগেডের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দল। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে জয় পায় আর্জেন্টিনা। ২৮ বছর বাদে এই প্রথম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা দল।

গ্যালারির ছবির সৌজন্য- কোপা আমেরিকা টুইটার

2
  • 2/8

এই ম্যাচ ছিলো হাই ভোল্টেজ সেই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ মানেই অন্যরকমের এক লড়াই। এই ম্যাচের ফ্লেভর-স্বাদটাই অন্যরকমের। গোটা বিশ্ব মুখিয়ে থাকে এই ম্যাচ দেখার জন্য। আর প্রিয় ফ্যান হিসাবে তাঁদের লড়াইও চলতে থাকে মাঠের বাইরে। ঠিক যেমন ডার্বি ম্যাচের লড়াই।

3
  • 3/8

মাঠের বাইরের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে ফুটবলারদের মধ্যে লড়াইটা থাকে অন্যরকমের। কারণ বড় ম্যাচগুলো এমনই হয়। সেই মতো রবিবার সকালের ম্যাচেও ফাউলের সংখ্যা ছিল রেকর্ড মাত্রায়। ৪১টি ফাউল হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে। ২২টি ফাউল করে ব্রাজিল, অন্যদিকে, ১৯টি ফাউল করে আর্জেন্টিনা। মেসি ও নেইমারের এই দ্বৈরথ দেখার মতো ছিল রবিবার সকালে।

Advertisement
4
  • 4/8

ট্রফির খরা চলছিল আর্জেন্টিনার। প্রায় ২৮ বছর পর কোপা আমেরিকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো দল। সেই সঙ্গে মেসিও হলো শাপমুক্ত। তবে ফাউলের নিরিখে দেখতে গেলে এই ম্যাচে অন্য একটি ইতিহাস তৈরি হলো। কারণ ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলেই কী ফাউলের সংখ্যা বেড়ে যায়। এই নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল ম্যাচের ফাইনালে কোপার মঞ্চে ফাউলের অন্যতম একটি রেকর্ড হয়ে গেল রবিবার।

5
  • 5/8

শুধু ৪১টি ফাউলই নয়। এই ম্যাচে পর পর হলুদ কার্ডে দেখানোর মতো ফাউল হয়েছে। পুরো ৯০ মিনিটে ৯টি হলুদ কার্ড দেখেছে দুই দল মিলে। আর্জেন্টিনা ও ব্রাজিল মিলিয়ে রেফারি পুরো ম্যাচে ৯টি হলুদ কার্ড দেখাতে বাধ্য হয়েছেন। হিসাব মতো গড় করলে প্রতি ১০ মিনিটে হলুদ কার্ড দেখানোর মতো ফাউল হয়েছে এই ম্যাচে।

6
  • 6/8

এই ম্যাচে একে অপরকে টেক্কা দিতে ছাড়েনি দুই দল। সমানে- সমানে যে লড়াই সেটা হেরে গিয়েও বুঝিয়ে দিয়েছে ব্রাজিলও। সঙ্গে একে অপরকে এক চুল জায়গা ছাড়তে চাননি মেসি-নেইমাররা। ফলে সেই কারণেই বেড়েছে ফাউলের সংখ্যা। একে অপরের সঙ্গে টেক্কা দিতে এই ম্যাচে ফাউলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১টি। ব্রাজিলের ফাউলের সংখ্যা ২২ ও আর্জেন্টিনার ফাউলের সংখ্যা ১৯।

8
  • 7/8

অতীতেও ব্রাজিলের ম্যাচে ফাউলের সংখ্যা ছিল বেশি। অতীতে চিলির বিরুদ্ধে কলম্বিয়ার বিরুদ্ধে বেশ কিছু বছর আগে এর থেকেও বেশি ফাউল ছিল সেই ম্যাচগুলিতে। তবে কোপা আমেরিকার ফাইনালে এটি অন্যতম একটি রেকর্ড।

Advertisement
7
  • 8/8

ঐতিহাসিক কোপা আমেরিকা ২০২১ ফাইনাল। ব্রাজিল-আর্জেন্টিনা কোপা ফাইনাল। কোপায় জয় মেসিদের। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ফাইনালে চ্যাম্পিয়ন ডি মারিয়ারা। অবশেষে শাপমুক্তি বিশ্বের অন্যতম ফুটবল তারকা লিওনেল মেসির। ২০১৪ থেকে ২টো কোপা ফাইনাল আর বিশ্বকাপ ফাইনালে হেরে হতাশা ভোগা এলএম১০য়ের এবার শাপমুক্তি। তাঁকে দেওয়া হয়েছিল গোট তকমা। দেশের হয়ে তিনি নাকি একটিও খেতাব জেতেননি। এবার অবশেষে সেদিন চলে এলো বিশ্ব ফুটবলে। 

Advertisement