scorecardresearch
 
Advertisement
খেলা

নতুন চুক্তি BCCI-র, কতটা বাড়ল কোহলির স্যালারি? দেখে নিন এক ক্লিকে

বিরাট কোহলি
  • 1/6

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন (BCCI) নতুন আর্থিক চুক্তি প্রকাশিত হয়েছে। অক্টোবর ২০২০ থেকে চলতি বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত এই চুক্তির মেয়াদ ঘোষণা করা হয়েছে। বিসিসিআইয়ের এই তালিকায় মোট ২৮ জন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও বিসিসিআই ক্রিকেটারদের চারটে গ্রেডে বিভক্ত করেছে। সেগুলো হল গ্রেড A+, গ্রেড A, গ্রেড B এবং গ্রেড C। তবে এই গ্রেডের আর্থিক পরিমাণ কমবেশি কিছু করা হয়নি।

রোহিত শর্মা
  • 2/6

গ্রেড A+য়ে তিনজন ক্রিকেটার রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহকে এই তালিকায় সামিল করা হয়েছে। এই ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা করে পাবেন। প্রথমেও এই তিন ক্রিকেটার এই একই গ্রেডে ছিলেন। ফলে গতবছরের তুলনায় এবছর বিরাট কোহলির আয় বৃদ্ধি হয়নি।

বিরাট কোহলি
  • 3/6

গ্রেড A-তে ১০জন ক্রিকেটার রয়েছেন। এই ক্রিকেটারদের প্রত্যেককে ৫ কোটি টাকা করে দেওয়া হবে। গ্রেড B-তে রয়েছেন পাঁচজন ক্রিকেটার। তাঁরা প্রত্যেকে ৩ কোটি টাকা করে পাবেন। আর গ্রেড C-তে রয়েছেন ১০জন ক্রিকেটার। তাঁরা প্রত্যেকে ১ কোটি টাকা করে পাবেন।

Advertisement
ভারতীয় ক্রিকেট দল
  • 4/6

কোন গ্রেডে রয়েছেন কোন ক্রিকেটার :


গ্রেড A+ (বছরে ৭ কোটি) : বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ
গ্রেড A (বছরে ৫ কোটি) : আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, কেএল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পান্থ এবং হার্দিক পান্ডিয়া
গ্রেড B (বছরে ৩ কোটি) : উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর, ময়াঙ্ক আগরওয়াল
গ্রেড C (বছরে ১ কোটি) : কুলদীপ যাদব, নবদীপ সাইনি, দীপক চহ্বার, দীপক চহ্বার, শুভমান গিল, হনুমা বিহারী, অক্সর প্যাটেল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহ্বাল এবং মহম্মদ সিরাজ

হার্দিক পান্ডিয়া
  • 5/6

লাভবান হলেন হার্দিক পান্ডিয়া

বিসিসিআইয়ের নতুন তালিকায় ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং তরুণ ব্যাটসম্যান শুভমান গিল যথেষ্ট লাভবান হলেন। পান্ডিয়াকে প্রোমোশন দিয়ে গ্রেড A-তে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই তালিকায় তিনি বছরে পাঁচ কোটি টাকা পাবেন। ইতিপূর্বে তিনি গ্রেড B-তে ছিলেন, সেখানে তিনি ৩ কোটি টাকা পেতেন। শুভমান গিল এবং মহম্মদ সিরাজ এই প্রথমবার জাতীয় ক্রিকেট দলের আর্থিক চুক্তির সঙ্গে যুক্ত হলেন। গ্রেড C-র আর্থিক পরিমান হল বছরে ১ কোটি টাকা। এছাড়া শার্দূল ঠাকুরকেও প্রোমোশন দিয়ে গ্রেড  B-তে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চুক্তি অনুসারে বছরে তিনি ৩ কোটি টাকা করে পাবেন।

ভুবনেশ্বর কুমার
  • 6/6

লোকসান হল ভুবনেশ্বর কুমারের

কয়েকজন ক্রিকেটারের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন ভুবনেশ্বর কুমার। তাঁকে গ্রেড  B-তে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এবার তিনি বছরে ৩ কোটি টাকা পাবেন। এছাড়া কুলদীপ যাদবকে গ্রেড C-তে নামিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তিনি গ্রেড A-তে ছিলেন। বিসিসিআইয়ের এই নয়া তালিকায় জায়গা হয়নি কেদার যাদব এবং মণীশ পাণ্ডের। ইতিপূর্বে এই দুই ক্রিকেটার গ্রেড C-তে ছিলেন।

Advertisement