scorecardresearch
 
Advertisement
খেলা

ক্রিকেটের পাশাপাশি মেয়ে ভামিকার জন্য এইসব কাজও করতে হয় বিরাটকে

বিরাট কোহলি
  • 1/5

আইপিএল নিয়ে আপাতত যথেষ্ট ব্যস্ত বিরাট কোহলি। একথা সত্যি যে করোনা মহামারীর কারণে আপাতত পরিবারকে নিয়ে টিম হোটেলে থাকতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক। কিন্তু, বাড়িতে যখন পরিবারের সঙ্গে সময় কাটান, তখন মেয়ে ভামিকার জন্য অনেক কাজই বিরাট কোহলিকে করতে হয়।

বিরাট কোহলি
  • 2/5

বিরাট কোহলি জানিয়েছেন, মেয়ের জন্মের পর তাঁর গোটা পৃথিবীটাই যেন একেবারে বদলে গিয়েছে। আগের থেকে এখন সবকিছুই যেন দ্রুত পালটে যাচ্ছে। তাঁর উপরেও অনেক বেশি দায়িত্ব এসে গেছে।

বিরাট কোহলি
  • 3/5

আগে বিরাট কোহলি যে জিনিসগুলো ব্যবহার করতেন, সেগুলোও এখন অনেকাংশে পালটে গেছে। তাঁর কথায়, বাচ্চাদের জিনিস ক্রমাগত ব্যবহার করতে থাকলে, সেটাই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। সন্তানের জীবনও তাঁদের উপরে নির্ভর করতে শুরু করে। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানিয়েছেন, অনুষ্কার উপরে তাঁদের মেয়ে বেশি নির্ভর করলেও, বাবার উপরেও নির্ভর করে অনেকাংশেই। তাঁরা দুজনে দু'রকমের পরিবেশ তৈরি করেন। 

Advertisement
বিরাট কোহলি
  • 4/5

কোহলির কথায়, এটা এমন একটা অভিজ্ঞতা যেটা তাঁর জীবনকে একেবারে বদলে দিয়েছে। এই আনন্দ কখনও মুখের কথায় প্রকাশ করা যায় না। জীবনের একটা বিরাট অধ্যায় এটা। সেইসঙ্গে তিনি এও যোগ করেন যে বাবা-মা হওয়াটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার। 

বিরাট কোহলি
  • 5/5

চলতি আইপিএল টুর্নামেন্টে প্রথম দুটো ম্যাচই জিতেছে রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোর। ৪ পয়েন্ট নিয়ে তাঁরা আপাতত টেবিলের শীর্ষে রয়েছেন। আগামী রবিবার বেলা সাড়ে তিনটে থেকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট রাজার দল।

Advertisement