ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার বেন স্টোকস, পেসার জোফ্রা আর্চার এবং রিজ়ার্ভ ওপেনিং ব্যাটসম্যান রোরি বার্নস ছ'দিনের কোয়ারান্টাইন পর্ব শেষ করে ফেললেন। অবশেষে চিপকে তাঁরা প্রথম দিনের অনুশীলনে অংশগ্রহণ করলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের বাকি সদস্যদের দ্বিতীয় কোভিড পরীক্ষার রেজ়াল্ট হাতে এসেছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা টেস্ট সিরিজ়ে ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্য ছিলেন না বেন স্টোকস, জোফ্রা আর্চার এবং রোরি বার্নস। স্টোকস এবং আর্চারকে ভারত সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে প্রথম সন্তান জন্মের কারণে পিতৃত্বাকালীন ছুটি দেওয়া হয়েছিল রোরি বার্নসকে।
বেন স্টোকস, জোফ্রা আর্চার এবং রোরি বার্নস দলের সতীর্থ ক্রিকেটারদের থেকে আগেই ভারতে পৌঁছে গিয়েছিলেন। তাঁদের তিন বার RT-PCR পরীক্ষা করা হয়। প্রত্যেকবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশেষে আজ থেকে তাঁরা নেট অনুশীলন শুরু করলেন।
ইংল্যান্ডের মিডিয়া ম্যানেজার ড্যানি রুবেন বললেন, "দলের ক্রিকেটারদের মধ্যে আজ প্রথমে বেন স্টোকস, জোফ্রা আর্চার এবং রোরি বার্নস অনুশীলন করেছেন। আগামী তিনদিন রোজ দু'ঘণ্টা করে তাঁরা অনুশীলন করবেন।"