scorecardresearch
 
Advertisement
খেলা

কোহলিকে চুপ করাতে পারলেই চাপ তৈরি করা যাবে ভারতের ওপর, দাবি ইংরেজ কোচের

বিরাট কোহলি
  • 1/6

ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প মনে করেন, যদি আসন্ন টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের উপরে চাপ তৈরি করতে হয়, তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলিকে আউট করতে হবে। আর সেজন্য দরকার অসাধারণ বোলিং পারফরম্যান্স।

বিরাট কোহলি
  • 2/6

২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। কিন্তু, ২০১৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে পরাস্ত করলেও, ২০১৮ সালে ভারত মুখ থুবড়ে পড়েছিল। ২০১৬ সালে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু, ২০১৮ সালে ভারত ১-৪ ব্যবধানে পরাস্ত হয়।

বিরাট কোহলি
  • 3/6

ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জেমস অ্যান্ডারসনের নেতৃত্বে ইংল্যান্ডের বোলিং ব্রিগেড ভারতের উপর কতটা চাপ তৈরি করতে পারবে? বিরাট কোহলিকে নিয়েই বা ইংল্যান্ডের বোলারদের বিশেষ কোনও রণনীতি আছে কি না? জবাবে থর্প বললেন, "আমরা সকলেই জানি ও একজন অসাধারণ ক্রিকেটার। বিগত কয়েকবছর ধরেই ও নিজেকে প্রমাণ করে আসছে। দেশের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো পারফর্ম করেন।"

Advertisement
বিরাট কোহলি
  • 4/6

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, "আমাদের দলের বোলারদের কাছে এটা একটা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয় হবে। এই ম্যাচ জিততে হলে তাদের সবথেকে ভালো পারফরম্যান্সটা করতে হবে। তবে আমি দলের স্পিনার এবং পেসারদের থেকে খুব একটা বেশি প্রত্যাশা করি না। আমাদের দরকার ভালো স্কোর খাড়া করা। আর তারপরেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলা যাবে।"

বিরাট কোহলি
  • 5/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বোলিং ব্রিগেড কিন্তু এখন আর শুধুমাত্র স্পিনার নির্ভর নয়। ঘুর্ণি উইকেটেই যে বিপক্ষকে পরাস্ত করবে তেমনটাও নয়। দলে রয়েছেন বুমরাহ কিংবা সিরাজের মতো বোলার, যাঁদের হাত থেকে কার্যত আগুন গতিতে বল বেরিয়ে আসে। সেকথা খুব ভালো করেই জানেন থর্প। তিনি বললেন, "এখন ভারতের বোলিং ব্রিগেড আর স্পিন নির্ভর নয়। ওদের পেস অ্যাটাকও যথেষ্ট শক্তিশালী। সেকারণে শুধমাত্র স্পিনারদের কথা মাথায় রেখে অনুশীলন করলেই চলবে না।"

বিরাট কোহলি
  • 6/6

জসপ্রীত বুমরাহ কিংবা রবিচন্দ্র অশ্বিনের থেকে পাওয়া চ্যালেঞ্জ যে যথেষ্ট কঠিন হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই থর্পের। সেকারণে তিনি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে একটা ভারসাম্য় তৈরি করতে চাইছেন। তিনি বললেন, "বর্তমানে ভারতীয় বোলাররা যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে রয়েছে। সেটা আমরা খুব ভালো করেই জানি। যখন আপনি উপমহাদেশীয় সফর করবেন, তখন স্পিনারদের কথা আলাদা করে আপনাকে মাথায় রাখতে হয়। কিন্তু, ভারতের আক্রমণ সম্পর্কে আমরা যথেষ্ট সতর্ক। অনুশীলনে আমরা স্পিন এবং পেস দুটো দিকেই নজর রাখব।"

Advertisement