scorecardresearch
 
Advertisement
খেলা

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের এই পাঁচটি বিতর্কিত অধ্যায়, না জানলে আপনিই পস্তাবেন

ভারত অস্ট্রেলিয়া বিতর্ক
  • 1/5

সালটা ছিল ১৯৮১। সেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ় ড্র করে ফিরেছিল ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ডেনিস লিলির বলে গাভাসকারের আউট নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছিল। লিলির বল সুনীলের প্যাডে লাগলেও আম্পায়ার ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন। গাভাসকার বেশ কয়েকবার আম্পায়ার রেক্স হোয়াইটহেডকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেও, তিনি মানতে রাজি হননি। মাঠ ছেড়ে বেরিয়েই যাচ্ছিলেন গাভাসকার। এমন সময় ডেনিস লিলি তাঁর উদ্দেশ্যে কিছু কটূক্তি করেন। এটা শুনেই রেগে যান ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক। তিনি সোজা অপর ব্যাটসম্যান চেতন চৌহানকে নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। অবশেষে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার শাহিদ দুরানির হস্তক্ষেপে ব্যাপারটি মিটমাট হয় এবং ভারত ম্যাচটি জিতে সিরিজ় ড্র করে।

ভারত অস্ট্রেলিয়া বিতর্ক
  • 2/5

এরপর ১৯৯৯। এবার সচিন তেন্ডুলকর। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আরও একবার আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্ত। সেবার ম্যাকগ্রার বোলিংয়ের সামনে লড়াই করছিলেন সচিন। একের পর এক বাউন্সার তাঁকে সামলাতে হচ্ছিল। এমন সময় একটি বাউন্সার তাঁর কাঁধে এসে লাগে। অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে আম্পায়ার ডারেল হার্পার সচিনকে LBW আউটের সিদ্ধান্ত দেন। আজও এই আউটটি নিয়ে সন্দেহ থেকেই গেছে।

ভারত অস্ট্রেলিয়া বিতর্ক
  • 3/5

এরপর আসা যাক সেই বিখ্যাত (আসলে কুখ্যাত) মাঙ্কিগেট বিতর্কে। সালটা ২০০৮, সিডনি টেস্ট। অ্যান্ড্রু সাইমন্ডস দাবি করে বসেন, ভারতীয় ক্রিকেট দলের প্রখ্যাত অফস্পিনার হরভজন সিং নাকি ব্যাট করার সময় তাঁকে 'মাঙ্কি' বলে ডেকেছেন। এই ঘটনায় শুধুমাত্র মাঠে উপস্থিত আম্পায়রই নন, ক্রিকেট অস্ট্রেলিয়াও হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ নিয়ে আসেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক অনিল কুম্বলের সঙ্গে হাত পর্যন্ত মেলায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যদিও পরবর্তীকালে আইসিসির বিচারপতি জন হেনসেন সাফ জানিয়ে দেন যে এই ঘটনায় ভাজ্জির কোনও দোষ নেই।

Advertisement
ভারত অস্ট্রেলিয়া বিতর্ক
  • 4/5

এরপর বিরাটের মধ্যমা বিতর্ক। বিরাট কোহলির মেজাজ অন্য ক্রিকেটারদের থেকে যে একেবারেই আলাদা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সালটা ২০১২। তখন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হননি বিরাট কোহলি। সিডনিতেই অজ়ি দর্শকেরা খেলা দেখতে এসে তাঁকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেন। বিরাটও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনিও পালটা নিজের মধ্যমা দেখিয়ে দর্শকদের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দেন। এরপর ম্যাচ ম্যাচ রেফারির ঘরে ডাক পড়ে বিরাটের। ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। যদিও এই ঘটনার জন্য বিরাটকে কোনও শাস্তির মুখে পড়তে হয়নি।

ভারত অস্ট্রেলিয়া বিতর্ক
  • 5/5

অবশেষে ২০২১ সাল। বিতর্কের উৎস সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডই। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ পেসার মহম্মদ সিরাজ। এমন সময় স্ট্যান্ড থেকে ভেসে আসে কটূক্তি। অভিযোগ অজ়ি ক্রিকেট সমর্থকেরা নাকি তাঁকে ক্রমাগত ব্রাউন ডগ এবং বিগ মাঙ্কি বলে উত্যক্ত করছিলেন। তৃতীয়দিন সতর্ক করা হলেও চতুর্থ দিন একই ঘটনা ঘটতে দেখা যায়। তখন পাঁচজন দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেওয়াও হয়েছে।

Advertisement