scorecardresearch
 
Advertisement
খেলা

India vs Pakistan: মরুঝড়ে ছন্দ-পতন, বাবরদের সামনে নাজেহাল বিরাটবাহিনী! কেন হারল ভারত?

1
  • 1/12

ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছিল অন্যতম হাইভোল্টেজ লড়াই। ক্রিকেট ময়দানের সব লড়াই একদিকে ও ভারত পাকিস্তান ম্যাচ একদিকে। তবে এই ম্যাচে এবার ভারতকে টেক্কা দিয়ে দিল পাকিস্তান দল। ভারতকে হারিয়ে টি২০ বিশ্বকাপে ইতিহাসের সৃষ্টি করলেন বাবর আজমরা। তবে এই ম্যাচে কেন হারল ভারতীয় দল। অতীতে টি২০ বিশ্বকাপে এই ১৫০ রানের আশে পাশে থাকা স্কোরও পাকিস্তানের বিরুদ্ধে আটকে দিয়েছিল ভারত। তবে পারলেন না কোহলি! কেন এমনটা ঘটল?

2
  • 2/12

দুরন্ত ব্যাটিং ভারতের বিরুদ্ধে। এই প্রথম কোনও বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান। টি২০ বিশ্বকাপে অন্যতম ইতিহাস সৃষ্টি করল বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। শুধু তাই নয় এই প্রথম ১০ উইকেটে টি২০ বিশ্বকাপের কোনও ম্যাচে জয় পেল পাকিস্তান, তাও সেটা ঘটলো ভারতের বিরুদ্ধেই। ব্যাট হাতে প্রথমেই ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। অন্যদিকে, বল হাতে পুরোপুরি ব্যর্থতার মুখে পড়ে ভারত।

3
  • 3/12

ব্যাট হাতে ৭৮ রানে অপরাজিত ম্যাচ জেতালেন রিজওয়ান ও অপরাজিত ৬৮ রানের ইনিংস খেললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১৭.৫ ওভারে ১৩ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় পাকিস্তান দল। ব্যাট হাতে পাকিস্তানের টার্গেট ছিল ১৫২ রান। ১৫১ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস।

Advertisement
4
  • 4/12

তবে এমন এক লজ্জার হারের হতে পারে সেটা অনেকেই আগে ভাবতে পারেনি। কারণ ভারতীয় দল নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাস ছিল ক্রিকেট মহলের। শুধু আত্মবিশ্বাস নয় টি২০ বিশ্বকাপে কোনওদিনও পাকিস্তানের বিরুদ্ধে হারেনি ভারত। তবে এরই মাঝে এই হারের মধ্যে থেকেই বেড়িয়ে আসে একাধিক কারণ।

5
  • 5/12

বিরাট কোহলির দলের ভুল থেকে শুরু করে বিরাট কোহলির নিজস্ব ভুল। বিভিন্ন কারণেই ভারতীয় ক্রিকেট দল হারের সামনে পড়েছে। ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই পাকিস্তান ভারতের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। তবে এমন এক হাই ভোল্টেজ ম্যাচ কেন হারল ভারত। সেই নিয়ে চর্চা করা অবশ্যই প্রয়োজন।

6
  • 6/12

প্রথম কারণ- আনফিট প্লেয়ারদের নিয়ে একাদশ গড়েছে ভারত। হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে বরুণ চক্রবর্তী ব্যাট হাতে হার্দিক খেলতে পারলেও বল হাতে কোনও কাজে লাগতেন না তিনি। ফলে তবুও তাঁকে একটি অলরাউন্ডারের জায়গায় দলে নেওয়া হয়েছিল। তবুও কোনও ভাবে কাজের কাজ করে দেখাতে পারেননি হার্দিক। একই সঙ্গে বরুণ চক্রবর্তীও ভুগছেন চোটে। তবুও তাঁকে নেওয়া হয়েছে ভারতীয় দলে। ম্যাজিক স্পিনার বলা হলেও কাজের কাজ করতে পারেননি তিনি।

7
  • 7/12

দ্বিতীয় কারণ- ভারত পাকিস্তান একটি হাই ভোল্টেজ ম্যাচ। যেমন দর্শক, সাপোর্টারদের একটা চাপ থাকে এই ম্যাচে, তেমনই নিজেদের ওপর একটা চাপ অনুভব হওয়া ক্রিকেটারদের স্বাভাবিক। শুধু তাই নয় বিশ্বকাপের মতো মঞ্চে দল নির্বাচন কিছুটা হয়তো ভারতের হারের কারণ সৃষ্টি করেছে। কারণ সূর্যকুমার যাদব ও বরুণ চক্রবর্তীর মতো নতুন মুখকে কী প্রথম ম্যাচেই নামিয়ে দেওয়া উচিত হয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement
8
  • 8/12

তৃতীয় কারণ- স্লো উইকেটে তিন পেসার নিয়ে খেললো ভারতীয় দল। একদিকে স্লো উইকেট অন্যদিকে তিন জোরে বোলার নিয়ে খেলতে নামলো বিরাটবাহিনী। শুধুমাত্র দুটি স্পিনারকে রাখা হল দলে। সেই জায়গায় ভুবনেশ্বর কুমারের ফর্ম খুব একটা ভাল নয়, ফলে সেখানে রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র বোলারকে সুযোগ দেওয়া হলে কিছুটা কাজে লাগত দলের। ব্যাট হাতেও অশ্বিন বেশ পারদর্শী।

9
  • 9/12

চতুর্থ কারণ- টসে হার! বিরাট কোহলির ভাগ্য খুবই খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। একই সঙ্গে টসেও বেশ কম সময়ই জিততে দেখা যায় বিরাটকে। এবার টসেও হারতে হল বিরাটকে। পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ের মাটিতে রাতের ডিউ ফ্যাক্টর ছিল ফলে প্রথমে টসে জিতেই ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান দল। আর সেটা কাজে লাগিয়েছে দল। তবে বিরাটের ভাগ্যে টসে জেতা খুবই কম সময় লেখা আছে।

10
  • 10/12

পঞ্চম কারণ- রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র খেলোয়াড়কে ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে না খেলানোটা সত্যি অন্যতম একটি ফ্যাক্টর। কারণ হার্দিক পান্ডিয়ার মতো চোট থাকা ক্রিকেটারকে দলে না রেখে গুরুত্বপূর্ণ ম্যাচে একটি স্পিনার হিসাবে অশ্বিনকে পেতে পারত বিরাটরা। একই সঙ্গে তাঁর ব্যাটিংটাও কিছুটা হলে কাজে লাগতো তাঁদের।

11
  • 11/12

ষষ্ঠ কারণ- পঞ্চম কারণের মতো অনেকটাই একই রকম এই ষষ্ঠ কারণ। বিরাটদের দলে একটি অতিরিক্ত ব্যাটসম্যান ও অলরাউন্ডারের অভাব ছিল যিনি ব্যাট ও বল হাতে ভাল করতে পারতেন। ভুবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুর বা হার্দিক পান্ডিয়ার জায়গায় অশ্বিন দলে থাকলে বেশ কিছুটা কাজ দিল রবি শাস্ত্রীর ছেলেদের।

Advertisement
12
  • 12/12

অতিরিক্ত মানের আত্মবিশ্বাস- আত্মবিশ্বাস ভাল তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কোনও কিছুতেই ভাল নয়। তেমনটাই এবার দেখা গেল বিরাট কোহলিদের দলে। পাশাপাশি আত্মবিশ্বাসের জেরে প্রথমেই ওপেনিং জুটিতে খারাপ শুরু করল ভারত। একই সঙ্গে বোলিংয়ে সেই আত্মবিশ্বাসটাই দেখা গেল না বোলারদের মধ্যে। বিশেষ করে কোহলির নেতৃত্বে প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের মতো বোলারকে সুযোগ দেওয়াটা অনেককেই অবাক করেছে। তবে হার্দিক পান্ডিয়া ফর্মে নেই, সেই জায়গায় শুধু ব্যাটসম্যান হিসাবে ফর্মে থাকা ও ওয়ার্ম আপ ম্যাচেও রান করা ঈশান কিশানকে খেলাতে পারতেন বিরাট, সেটাও তিনি করেননি। ফলে একাধিক কারণেই এই ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্মানের ম্যাচে লজ্জার হার হয়েছে ভারতের।

 

PHOTOS- GETTY IMAGES

Advertisement